শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে দুর্ঘটনাগ্রস্থ তিনটি ট্রেন। শতাব্দীর ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের বহু যাত্রীর এখনও খোঁজ মেলেনি। ওই দিন দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন এরাজ্যের প্রচুর যাত্রী। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার দুদিন পর এখনও নিখোঁজ বাঁকুড়ার ইন্দাসের জওয়ান নিখিল ধারা। তবে দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে লাগেজ ও মোবাইল, নিখোঁজ সিআরপিএফ জওয়ান নিখিল ধারাকে নিয়ে উৎকণ্ঠা পরিবারের ।

Odisha Train Accident Survivor: ‘চারিদিকে আর্তনাদ-কান্না-রক্ত, সত্যিই বেঁচে আছি না মরে গিয়েছি!’ বীভৎস দুর্ঘটনার বর্ণনা করমণ্ডলের সাফাই কর্মীর

সিআরপিএফ জওয়ান নিখিল ধারা চাকরির জায়গায় পৌঁছানোর জন্য শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন। ওই দিন সন্ধ্যাতেই বীভৎস দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু মিছিল । একইসঙ্গে আহত হাজার হাজার মানুষ। ওডিশার বালেশ্বর ছাড়াও সংলগ্ন জেলা ও সীমা ঘেঁষা রাজ্যের হাসপাতালেও আহতদের ভিড়ে একপ্রকার বেড অমিল। দীর্ঘ তালিকা নিখোঁজেরও । আর সেই নিখোঁজ তালিকাতেই আছেন সিআরপিএফ জওয়ান নিখিল ধারার নাম এমনটাই মনে করছেন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা ।

Balasore Train Accident: দুর্ঘটনাগ্রস্থদের পরিজনদের জন্য বালেশ্বরের স্পেশাল ট্রেন, সাধারণ যাত্রীদের ভিড় নিয়ে সমস্যা

জানা গিয়েছে , নিখিল ধাড়ার বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামে । বাবা পাগল ধারা। গ্ৰামের এক বাসিন্দা বলেন , ইন্দাস পুলিশ প্রশাসনের কথামতো বালেশ্বরে পৌঁছায় গ্রামের একটি প্রতিনিধি দল কিন্তু সমস্ত হসপিটাল ঘুরেও নিখিল ধাড়ার এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি । নিখোঁজ নিখিল ধাড়ার সন্ধানে গ্রামের প্রতিনিধি দল এবং প্রশাসনের তরফে খোঁজ চলছে । উদ্বিগ্ন পরিবার পরিজন ও প্রতিবেশীরা । যদিও বালেশ্বরে আছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের প্রতিনিধি দল । এখনো মরিয়া ভাবে চেষ্টা জারি আছে নিখোঁজ নিখিল ধাড়াকে খুঁজে বের করার জন্য ।

Balasore Train Accident: ‘করমণ্ডলে বিপর্যয়’-এ মৃতদের ছবি থেকে জরুরি সব ফোন নম্বর-তথ্য, পোর্টালে আপলোড রাজ্যের

শুক্রবার সন্ধ্যায় ঘটে শতাব্দীর সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজারের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ১২৮ কিমি গতি বেগে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে খেলনা গাড়ির মতো ট্র্যাক থেকে ছিটকে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডলের সব কটি বগি। সেই দুর্ঘটনায় বেলাইন হয়ে যায় যশবন্তপুর-হাওড়ার চারটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৫।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version