রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দার্জিলিঙকে বাড়তি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের মানুষের সুবিধা-অসুবিধার কথা বুঝতে বারবার তাঁকে সেখানে ছুটে যেতে দেখা গিয়েছে। এবার বিনিয়োগের লক্ষ্য নিয়ে চার দিনের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে উত্তরবঙ্গে পৌঁছনোর কথা রয়েছে তাঁর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মমতার এই পাহাড় সফরে সব থেকে বেশি প্রাধান্য পাবে বিনিয়োগ ও চা শিল্প। এর পাশাপাশি শিল্পপতিদের নিয়ে দার্জিলিঙে একটি বৈঠক হবে বলেও জানা গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার ভানু ভবনে হবে এই বৈঠক। রাজ্যের একাধিক প্রথমসারির শিল্পপতিদের পাশাপাশি শিল্প দফতরের সচিবরাও এই বৈঠক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। জিটিএ প্রধান অনীত থাপারও এই বৈঠকে উপস্থিত থাকার কথা।

Nitish Kumar Mamata Banerjee : পাটনায় বিরোধী বৈঠক ১২ জুন, তৃণমূলনেত্রীর প্রস্তাব মেনেই আলোচনার ডাক নীতীশের
আগেরবার পাহাড় সফরে এসে শিল্পপতিদের কাছে বিনিয়োগ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে বিনিয়োগে আহ্বানও জানানো হয়। শিল্পপতিদের নিয়ে পাহাড়ে বৈঠক করারও প্রস্তাব দেন তিনি। শেষমেশ বুধবার সেই বৈঠক হতে চলেছে। মমতার প্রস্তাবে অনেকে শিল্পপতি পাহাড়ে বিনিয়োগে আগ্রহী বলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কয়েকমাসের মধ্যে লোকসভা নির্বাচন। তার আগে মমতার এই পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নবান্ন সূত্রে খবর, সোমবার মমতা দার্জিলিং পৌঁছলেও মঙ্গলবারের কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। তবে বুধবার ভানুভবনে শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি হবেন তিনি। রাজ্যে বিনিয়োগের পরিবেশ তুলে ধরার পাশাপাশি পাহাড়ের বিনিয়োগ করলে সরকার কী ধরনের সুযোগ সুবিধা দেবে, তাও বৈঠকে তুলে ধরা হবে বলেই জানা গিয়েছে।

Mamata Banerjee : ‘আমিই নীতীশজিকে বলেছিলাম…’, পাটনায় বিরোধী বৈঠকে অংশগ্রহণের ঘোষণা মমতার
গোর্খাল্যান্ডের দাবি পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা। লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি সংগঠন ফের নতুন করে গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার হচ্ছে। বিমল গুরুয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে গোর্খাল্যান্ড অন্যতম বড় ইস্যু হতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণে গোর্খাল্যান্ড অস্ত্র ভোঁতা করতে মমতা ‘শিল্পায়ন’ কৌশলকে হাতিয়ার করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

West Bengal Government Employee Benefits: ৩ মাসের মধ্যেই ‘পেন্ডিং প্রোমোশন’, সরকারি কর্মচারিদের নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নবান্নের
২০১৯ লোকসভা নির্বাচনে বিমল গুরুংদের সমর্থন নিয়ে দার্জিলিঙে বিপুল ভোটে জয়ী হন বিজেপির রাজু বিস্তা। তবে বিমল বিজেপির সঙ্গে নেই বলে জানিয়ে দিয়েছেন। পাহাড় নিয়ে চলতি মাসে ত্রিপাক্ষিক বৈঠক করতে পারে কেন্দ্র। সেই বৈঠকে ফের উঠে আসতে পারে গোর্খল্যান্ড ইস্যু। তার আগে শিল্পপতিদের নিয়ে বৈঠক করে মমতা পাহাড়বাসীদের উন্নয়নের বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version