এই সময়: ইস্ট ওয়েস্ট এবং জোকা-বিবাদী বাগ রুটে একটি করে নতুন মেট্রো স্টেশন তৈরি হবে ধর্মতলা চত্বরে। আগের স্টেশনগুলি তো থাকছেই। অর্থাৎ, ভবিষ্যতে তিন রুটের মেট্রোর স্টেশন হচ্ছে ধর্মতলায়। সবক’টি রুট শুরু হলে ধর্মতলায় যানজট মারাত্মক জায়গায় পৌঁছবে বলে প্রশাসনের আশঙ্কা। সেই সূত্রেই মঙ্গলবার মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছেন পরিবহণ সচিব।

Kolkata Metro : ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, লাইনে ঝাঁপ ২ ব্যক্তির! হয়রানির মুখে যাত্রীরা
সেখানে দফতরের আর্জি — এ ব্যাপারে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। এই কাজে রাজ্যও পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে মেট্রোকে। ধর্মতলা এমনিতেই বহু মানুষের আনাগোনা লেগে থাকে। আরও দু’টি মেট্রোর স্টেশন হলে তা অন্তত ৪০ শতাংশ বাড়বে বলে মনে করছে পরিবহণ দফতর।

কলকাতা পুলিশের সঙ্গে সম্প্রতি শহরের ট্র্যাফিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন দফতরের কর্তারা। সেখানেও পুলিশের তরফেও ধর্মতলায় মেট্রো স্টেশনের জেরে যানজটের আশঙ্কার কথা জানায় পুলিশ।

Kolkata Metro : পার্পল লাইনকে জায়গা করে দিতেই সরবে ময়দান মার্কেট?
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবার এ প্রসঙ্গে বলেন, “মেট্রো স্টেশনের সংখ্যা বাড়লে যানজট বাড়বে, সেটাই স্বাভাবিক। ফলে, এখন থেকেই পরিকল্পনা করে সমাধানের রাস্তা বের করার আর্জি জানানো হয়েছে।” মেট্রো জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করেই এ ক্ষেত্রে পদক্ষেপ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version