কয়লা পাচারকাণ্ডে বৃহস্পতিবার অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আজ সকাল ১১টায় তাঁকে সল্টলেকের সিজিও কম্পলেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লাকাণ্ডে আগেও একাধিকবার ইডি তলবের মুখে পড়েছেন রুজিরা। কিন্তু এবারের ইডি তলব বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে বলে করেছে সংশ্লিষ্ট মহল। নিয়োগ দুর্নীতিতে যখন তৃণমূলের একাধিক নেতা- বিধায়ককে গ্রেফতার করেছে ইডি-সিবিআইয়ের মতো সংস্থা, তখন শীর্ষ তৃণমূল নেতার স্ত্রীয়ের ইডি তলব নিয়ে তুঙ্গে চর্চা।

Rujira Banerjee : অভিষেক পত্নী রুজিরাকে তলব ED-র, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ
আজ রুজিরা ইডি দফতরে হাজিরা দেন কি না, সেই প্রশ্নই রয়েছে অনেকের মনে। রুজিরাকে আগেও একাধিকবার দিল্লির ইডি দফতরে তলব করা হলেও তিনি তা এড়িয়ে যান। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কয়লাকাণ্ডে রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। ইডির তলব পেয়ে আগে একবার সিজিওতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা। অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইও। রুজিরা এদিন ইডির মুখোমুখি হন কি না, সেদিকেও নজর থাকবে।

Bengal Coal Scam Case : রুজিরার বিদেশযাত্রায় বাধা! বিমানবন্দরে আটকানো হল অভিষেকের স্ত্রীকে
ইডি সূত্রে খবর, এদিন সিজিওতে হাজির হলে বেশ কিছু ‘কঠিন’ প্রশ্নের মুখে পড়তে হতে পারে রুজিরাকেষ। কেন তিনি বিদেশ যাচ্ছিলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা জানতে চাওয়া হতে পারে রুজিরার থেকে। বিদেশ যাওয়ার আগে ইডিকে তা জানিয়েছিলেন কি না, সেই প্রশ্নের মুখোমুখিও হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী। এর পাশাপাশি কয়লা পাচারকাণ্ড নিয়ে তাঁকে একাধিক প্রশ্ন করা হতে পারে বলে, ইডি সূত্রে জানা গিয়েছে।

সোমবার কলকাতা বিমানবন্দের বাধার মুখে পড়েন রুজিরা। তাঁকে বিমানে উঠতে বাধা দেন অভিবাসন দফতরের আধিকারিকরা। তাঁর নাম একটি মামলায় ইডি লুকআউট নোটিশ জারি করেছে, সেই কারণে তাঁকে দুবাইগামী বিমানে উঠতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আসেন রুজিরা। তার কিছুক্ষণ পরই জানা যায়, রুজিরাকে সিজিওতে তলব করা হয়েছে। বিমানবন্দরেই অভিষেক জায়ার হাতে নোটিশ ধরায় ইডি।

Mamata Banerjee: ‘এয়ারপোর্টে আটকে রুজিরাকে নোটিশ! অমানবিক জিনিস চলছে’, ক্ষোভ প্রকাশ মমতার
অন্যদিকে রুজিরার সিবিআই তলব নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর স্বামী ও তৃণমূলের সেকেন ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম না মেনে তাঁৎ স্ত্রীর বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। স্ত্রী-সন্তানকে গ্রেফতার করলেও তিনি বিজেপির কাছে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখন রুজিরা এদিন সিজিওতে হাজিরা দেন কি না সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version