বিধায়ক বলেন, ” নতুন তৃণমূলটা আসলে কী? এটাই নতুন তৃণমূল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর তৃণমূলের নেতারা তৈরি করবে না। বাংলার মানুষ মতামত দেবে। এটাই হচ্ছে নতুন তৃণমূল কংগ্রেস। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই স্বপ্নের ফেরিওয়ালা। সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য এই রাজ্যেও আসছে।”
আগামী ১০ই জুন উত্তর ২৪ পরগনা জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নবজোয়ার এর রথ প্রবেশ করবে। বিধায়ক জানান, বিরোধীদের সব অভিযোগ ধুয়েমুছে সাফ করে দিয়েছেন আমাদেত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি, সিপিএম ও কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে।
বিধায়কের কথায়, তাঁরা ভাবছে একটা বাচ্চা ছেলে করছে কী? ভারতবর্ষে আর কোনও দ্বিতীয় মানুষের নাম শোনা যায়নি, যে টানা দুমাস একপ্রান্ত থেকে আর এক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে।” উল্লেখ্য, আগামী ১০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নবজোয়ার কর্মসূচি এই জেলায়। কল্যাণী থেকে হয়ে হরিণঘাটার মধ্য দিয়ে নগরউখড়া হয়ে জলেশ্বর, জলেশ্বর মন্দিরে পুজো দেবেন অভিষেক। সেখান থেকে চলে যাবেন চাঁদাপাড়া,ঝাউডাঙা দিয়ে ঢুকবেন।
দেউপুল, কৈপুকুর, গোয়ালবাধান, ঝাউডাঙ্গা বাজার, পাঁচপোতা, শিমুলপুর হয়ে রামচন্দ্রপুর গাইঘাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রিযাপন করবেন। পরদিন তিনি রামচন্দ্রপুর থেকে বেড়িয়ে মতুয়া ধামে ঠাকুরিবাড়িতে তাঁর পুজো দেওয়ার কথা। সেখান থেজে বেড়িয়ে গাইঘাটা থানার সামনে দিয়ে বামদিক ধরে ইছাপুর ১,২ গোবরডাঙা পুরসভা হয়ে নকপুল, মছলন্দপুর শিমুলপুরে একটা জনসভা করবেন।
এরপর তিনি যাবেন হাবরা চৈতন্য কলেজের ২নম্বর রেলগেটে আসবেন সম্ভাব্য সময় ১১ তারিখ বিকেল পাঁচাটা। তারপর কলেজের সামনে দিয়ে বিল্ডিং মোর হয়ে সোজা তিনি রেলগেট পার করে চলে যাবেন গুমা।এই পর্যন্ত কর্মসূচি ফাইনাল আছে,এর পরের নবজোয়ার রথে আপডেট এখনও হয়নি বলে জানান বিধায়ক নারায়ণ গোস্বামী।
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে ইতিমধ্যে। শাসক দল নিজেদের সঠিক প্রমাণিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। একই ভাবে বিরোধী দলগুলি শাসক দলকে পঞ্চায়েত নির্বাচনে সবক শেখাতে তৈরি। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন জমা, দেওয়াল লিখন, প্রচারের কাজ শুরু করে দিয়েছে সব দলই।