ফের নবজোয়ারে কাঁটা বৃষ্টি। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার শুরুতেই তুমুল ঝড় বৃষ্টি শুরু। ত্রিপলের শেড ভেঙে মাথায় পড়ে আহত একাধিক। মঞ্চ ছেড়ে পালাল তৃণমূল নেতারা। বন্ধ হয়ে গেল অভিষেকের সভা।

শুক্রবার নদীয়ার বাদকুল্লায় বেলা তিনটায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচি ছিল। বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে ত্রিপলের সেড করা হয়েছিল। কুড়ি মিনিট আগে প্রথমে কালো মেঘে ছেয়ে যায়। এরপরেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। দমকা হাওয়ায় রীতিমতো দুলছিল ত্রিপলের শেড। দমকা হাওয়ায় শেডের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখনই মঞ্চে ছিল তৃণমূলের জেলা স্তরের নেতা নেত্রীরা। মঞ্চের পিছনের ত্রিপল ছিঁড়ে যেতেই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসে নেতা-নেত্রীরা। শেডের উপর থেকে পড়ে আহত হন এক প্যান্ডেল কর্মী। তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Weather Update in West Bengal : আরামবাগে হঠাৎ ঝড়ে তছনছ অভিষেকের সভাস্থল, দাঁতনেও ঘূর্ণিঝড়

এ বিষয়ে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আবহাওয়ার কারণে মূলত বন্ধ হয়ে গেল জনসভা কর্মসূচি। তবে রাস্তায় মিছিল করে জনসংযোগ কর্মসূচি করার চিন্তা ভাবনা চলছে। এই প্রথম নয়, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঝড় বৃষ্টি কারণে বাতিল হয়ে গিয়েছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো নদীয়ার বাদকুল্লায়। গত কয়েকদিনের তাপপ্রবাহের পরিস্থিতির মাঝেই আকাশ ভেঙে এদিন দুপুরে নামে বৃষ্টি। প্রবল ঝড়-বৃষ্টিতে অভিষেকের সভায় বক্তব্য শুনতে আসা সমর্থকেরা বৃষ্টি থেকে বাঁচতে ছত্রভঙ্গ হয়ে যায়।

West Bengal Panchayat Election : পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম! শুভেন্দুর গড়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন শুরু BJP-র

অন্যদিকে, শনিবার গাইঘাটায় তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বনগাঁ জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ গাইঘাটার হাসপুর থেকে অভিষেক তার নবজোয়ার কর্মসূচি শুরু করবেন। সেখান থেকে জলেশ্বর হয়ে যশোর রোড ধরে গাইঘাটা মোড় ৷ জলেশ্বর শিব মন্দিরে তাঁর পুজো দেওয়ার পরিকল্পনা আছে। এর জন্য মন্দির কর্তৃপক্ষ পুজোর ডালা প্রস্তুত করে রাখছেন ৷ গাইঘাটা মোড় থেকে যশোর রোড ধরে চাঁদপাড়ায় রোড-শো করবেন ৷ রামচন্দ্রপুরে রাতে থাকবেন তিনি ৷ রবিবার যাবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ৷ সেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন ৷ বড়মা বীণাপাণি দেবীর ঘর পরিদর্শন করবেন ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version