গরমের ছুটিতে বাঙালির প্রিয় গন্তব্য পাহাড়। ঘামঝরানো শহর ছেড়ে একটু স্বস্তিদায়ক আবহাওয়ার খোঁজে কয়েকদিনের জন্য শৈলশহর দার্জিলিয়ের ট্রিপ যেন সিংহভাগ বঙ্গবাসীর রুটিন। কিন্তু, জুনে পারদের খেল চলছে দার্জিলিঙেও।

রেকর্ড ভাঙা গরম দেখেছে এপ্রিল-মে। এবার জুনের শুরুতেই প্রবল দাপট দেখাচ্ছে গরম। দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরেও গরমের ছ্যাঁকা। অবস্থা এতটাই সঙ্গীন যে দার্জিলিঙের হোটেলে পাখা লাগানোর অবস্থা। গরমে কলকাতাকেও টেক্কা দিতে পারবে শিলিগুড়ি, এমন অবস্থা উত্তরের।

Rain In Kolkata : ক্ষণিকের স্বস্তি না বর্ষার প্রবেশ, কলকাতায় কতদিন চলবে বৃষ্টি?

দার্জিলিঙের আবহাওয়া

গত একসপ্তাহে দার্জিলিঙের তাপমাত্রা রীতিমতো আতঙ্কিত দার্জিলিঙ প্রেমী মানুষ। আপাতত দার্জিলিং থেকে তাপপ্রবাহের সতর্কতা সরিয়ে নিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ঘামের রেখা দেখা দিলেও এদিন সামান্য হলেও কমেছে গরম। বৃহস্পতিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬। আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শৈলশহর।

Dinajpur Weather: গরমে পুড়ছে দুই দিনাজপুর, কবে মিলবে স্বস্তির বৃষ্টি?
শিলিগুড়ির আবহাওয়া

গরমে নাজেহাল উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়িও। তাপমাত্রা পেরিয়েছে ৩৬ ডিগ্রির কোটা। এমন গলদঘর্ম অবস্থা লাগাতার কবে চলেছে মনে করতে পারছেন না শিলিগুড়ির বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধেয় দু-এক পশলা বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। এদিন সকাল থেকে ফের অনুভূত হচ্ছে তীব্র গরম। এদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Digha Weather: দাবদাহে জ্বলছে বাংলা, সপ্তাহান্তে কেমন থাকবে দিঘা সহ দুই মেদিনীপুরের আবহাওয়া?

এদিন উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী ও কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি। এদিন বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ১০ তারিখ থেকে জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের সমস্যা।

West Bengal Rainfall : ‘আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট…’ বৃষ্টির কাতর আর্জিতে বিশেষ নমাজ মালদায়

অন্যদিকে, গত কয়েকদিনের লাগাতার তীব্র দাবদাহ থেকে মুক্তি দিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুক্রের দুপুরে নামল ক্ষণিক স্বস্তির বারি ধারা। যদিও আবহাওয়া দফতরের মতে, এটা বর্ষার বৃষ্টি নয়, সাময়িক স্বস্তি মিললেও দহনজ্বালা থেকে এখনই মুক্তি নেই।

Weather LIVE: শহর পুড়বে তাপপ্রবাহে? কবে মিলবে স্বস্তির বৃষ্টি?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version