পুরসভার মুখ্য প্রশাসক মানুষজনকে ‘পজিটিভ এনার্জি’ বিলিয়ে দিতে চেয়েছিলেন। আর তাই পুরসভায় তাঁর ঘরের বাস্তু পরীক্ষার জন্য নিয়োগ করেন জ্যোতিষও। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু, জ্যোতিষীর জন্য সরকারি কোষাগারের টাকা ব্যবহার! ডাকা হয়েছিল টেন্ডারও?

ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠেছে। দুর্গাপুর পুরসভায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুরসভার তহবিল থেকে জ্যোতিষীর জন্য টেন্ডার করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও এই পুরো বিষয়টিকে তিনি ‘নিছক ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন।

CBI Raid : ‘গ্রহণযোগ্যতা দেখেই অয়ন শীলকে নিয়োগের দায়িত্ব!’ CBI তল্লাশির মাঝে অকপট পুরপ্রধান
ঠিক কী ঘটেছে?
চলতি বছরের ১১ মে দুর্গাপুর পুরসভার থেকে একটি টেন্ডার করা হয় বাস্তুশাস্ত্রের জন্য জ্যোতিষী নিয়োগ করতে। জনৈক অভিজিৎ মুখোপাধ্যায় নামক এক জ্যোতিষী ন্যুনতম ৩০ হাজার টাকায় সেই টেন্ডার পেয়েও যান। কিন্তু, এই বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। সরকারের টাকায় জ্যোতিষী? তাও মুখ্য প্রশাসকের চেম্বারের বাস্তু পরীক্ষার জন্য? সরব হন বিরোধীরা।

Trending News: বৃষ্টি আনতে বিয়ের তোড়জোর, মাংস-ভাত দই-মিষ্টিতে একেবারে এলাহি আয়োজন দুর্গাপুরে
ঠিক কী বলছেন মুখ্য প্রশাসক?
এই প্রসঙ্গে দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এটা অসম্ভব বিষয়। বাস্তু পরীক্ষার জন্য সরকারি টাকা দিয়ে জ্যোতিষ নিয়োগ করা সম্ভব নয়। আমি নিজে যা করেছি তা ব্যক্তিগত বিষয়। কারণ আমি যখন এখানে এসে বসব সেই সময় যাঁরা আমার কাছে আসবেন তাঁরা যাতে পজিটিভ এনার্জি পান তা চেয়েছিলাম। পুরোটাই ব্যক্তিগত খরচে।”

তাঁর আরও সংযোজন, “যেহেতু আমার অফিসে বিষয়টি হয়েছিল তাই আধিকারিকরা মনে করেছিলেন তা সরকারি খরচের মধ্যে যাবে। এভাবে একটি ভুল বোঝাবুঝি হয়। আমি যখন ঘটনাটি জানতে পারি সকলকে ডেকে পাঠাই এবং এই টেন্ডার বাতিল করা হয়েছে। এই কাজে সরকারি অর্থ ব্যবহার করা হয়েছিল তা আমি জানতাম না। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। আমি বাস্তুর কাজ নিজের খরচে করাব।”

Durgapur Road Accident : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লড়ি চালকের মৃত্যু, মর্মান্তিক দুর্ঘটনা পাণ্ডবেশ্বরে
সরব বিরোধীরা…
এদিকে এই প্রসঙ্গে সরব হয়েছেন বিরোধীরা। সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “জনগণের করের টাকাতে জ্যোতিষশাস্ত্র! এ কী অতীতে হয়েছে! আরও ভালো করে খোঁজখবর নিন, জ্যোতিষের থেকে গ্রহরত্ন নিয়ে বিল বেনামে সরকারি তহবিল থেকে দেওয়া হয়েছে দুর্গাপুর পুরসভায়। BJP আর তৃণমূলে কোনও তফাত নেই। দুই দলই অন্ধবিশ্বাসী। বাস্তুশাস্ত্রের গ্লোবাল টেন্ডার করলেও তৃণমূলের ভোট ফেরাতে পারবে না।”

Durgapur Trinamool Congress News : স্কুলে পান্তা উৎসবের আয়োজন তৃণমূলের, দুর্গাপুরের ঘটনায় বিতর্ক
অন্যদিকে, BJP নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে এটা নজিরবিহীন ঘটনা। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুরপ্রশাসক দুর্গাপুর পুরসভা চালাতে পারছেন না। তাই বাস্তুবিদদের দিয়ে পরীক্ষা করাচ্ছেন। মানুষের করের টাকায় পুরসভা চলবে। তাঁদের টাকা খরচ করে জ্যোতিষ বা বাস্তুবিদ দেখানোর ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version