যদিও প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান মনে করেন জোট প্রয়োজন। সেটা শুধু ভোটের লড়াইের ক্ষেত্রে না, শাসকের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে এক সঙ্গে পথে নামতে হবে বাম কংগ্রেসকে, এমনই পরামর্শ তাঁর।
২০২১ সালে জোট করে রাজ্যে শূন্য পেয়েছে বাম কংগ্রেস। যদিও কয়েক মাস আগে সাগরদিঘি উপনির্বাচনে জোট প্রার্থী তৃণমূলকে পরাস্ত করে। এবার পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে মনে করেছিলেন নিচু তলার কর্মীরা। কিন্তু মনোনয়ন পর্ব শুরু হতে একলা চলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুই দলের তরফ থেকেই।
এই বিষয়ে আব্দুল মান্নান বলেন, “শুধু ভোটের জন্য জোট করলে হবে না। ভোট ছাড়াও একসঙ্গে আন্দোলন করতে হবে। তবে তার ইমপ্যাক্ট হবে। মানুষ খুব সজাগ আছেন। যদি ভোট দিতে পারেন সে জোট হোক বা না হোক তৃণমূল ও BJP হারবে। তৃণমূলের অবস্থা BJP-র থেকেও খারাপ হবে। আর খেলাই যদি না হয় কে কটা গোল দিল তার হিসাব করে কি হবে। একজন কংগ্রেস কর্মী হিসাবে মনে করি জোট করা দরকার আছে। তবে তা বিশ্বাসযোগ্য হতে হবে। তৃণমূল খুব খারাপ অবস্থায় রাজ্যটাকে নিয়ে গিয়েছে।”
এমন সময় জোটবদ্ধ হয়ে লড়াই করা প্রয়োজন বলে মনে করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যটা পুরো শেষ হয়ে গিয়েছে। এমন কোনও জায়গা নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি। জায়গায় জায়গায় শুধু কাটমানি। লোকজন আর এই রাজ্যে থাকতে চাইছেন না। শিল্প নেই, ভবিষ্যৎ নেই। আর এই সময়ে বাম ও কংগ্রেসের জোট করা দরকার। ভোট আসবে যাবে। কিন্তু জোটটা দীর্ঘমেয়াদী করতে হবে, যাতে আন্দোলন আরও দৃঢ় হয়। তাহলেই মানুষ ভরসা পাবেন।”