Howrah News : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। হাওড়া গ্রামীণ জেলাতেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখনও পর্যন্ত তাঁদের মনোনয়নপত্র জমা দেননি। তবে মনোনয়নপত্র জমা না দিলেও উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে ইতিমধ্যে দলের কর্মীদের মধ্যে অসন্তোষ সামনে এসেছে। এমনকি এই নিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার টাঙানোর পাশাপাশি পচ্ছন্দের প্রার্থী না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মীরা।

Panchayat Election 2023 : অর্থের বিনিময়ে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী! কালচিনিতে বিক্ষোভ দলীয় কর্মীদের
যেমন অভিরামপুরের ১৭ নং পঞ্চায়েত সমিতির আসন। এই আসনে কোনও বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না, এই মর্মে এলাকায় ব্যানার টাঙিয়েছে এলাকার তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক। এমনকি এলাকা থেকে পছন্দের পঞ্চায়েত সমিতির প্রার্থী না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

WB Panchayat Election : ‘মমতাকে প্রার্থীতালিকা পাঠাবো, যদি না মানেন…’, দলনেত্রীকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক
অন্যদিকে তুলসীবেড়িয়ার ১৮৮ পার্টে ১৯ ও ২০ নম্বর বুথেও তাদের পছন্দের প্রার্থীকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এখানেও পছন্দের প্রার্থীকে টিকিট দেওয়া না হলে এখানেও ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে এলাকায় ব্যানার টাঙিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে
অন্যদিকে প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ প্রকাশ সম্পর্কে বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান, “দলের সাংগঠনিক ভিত মজবুত হওয়ার কারণে এক একটা জায়গা থেকে ৫০ জন করে প্রার্থী হতে চাইছেন”। তবে দল যাকে টিকিট দেবে তাকেই প্রার্থী হিসাবে সকলকে মেনে নিতে হবে বলে জানান নির্মল মাজি।

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যুব সংগঠন
এই বিষয়ে তিনি বলেন, “আমাদের দলে প্রচুর লাইন প্রার্থী হওয়ার জন্য। তাঁদের মধ্যে থেকেই দলের উচ্চ নেতৃত্ব যাকে প্রার্থী হিসেবে বেছে নেবে, সব কর্মী সমর্থকদের তাঁকেই মেনে নিতে হবে। নাহলে দলের তরফে ব্যবস্থা নেওয়া হবে। কোনও ধরনের দলবিরোধী কাজকর্ম মানা হবে না”।

BJP In West Bengal : সমস্ত সিটে প্রার্থী দিতে না পেরে কি ভোট কাটার পথ, পঞ্চায়েতে বিজেপির কৌশল
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের জায়গায় জায়গায় দেখা দিচ্ছে শাসকদলের মধ্যে অসন্তোষ। কোথাও প্রার্থী নিয়ে দেখা দিচ্ছে ক্ষোভ, আবার কোথাও মাথা তুলে দাঁড়াচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর হাওড়া জেলায়, বিশেষ করে উলুবেড়িয়াতে এই সমস্যা আরও বড় আকার ধারন করেছে।

জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে চিন্তিতও বলে জানা গিয়েছে। এবার বিধায়কের কড়া বার্তা শাসকদলের কর্মী সমর্থকদের মধ্যে কিরকম ছাপ ফেলে, সেটা দেখার অপেক্ষাতেই সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version