Dakshin 24 Pargana : সোমবার পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা গেল দক্ষিন ২৪ পরগনা জেলার কাকদ্বীপে। সেখানে কংগ্রেস প্রার্থীর হাত থেকে নমিনেশনের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার সকাল থেকেই বিভিন্ন ব্লক অফিস ও SDO অফিসে চলছে নমিনেশন পত্র জমা দেওয়া কাজ।

আর সেখানেই দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী শিবানী দাসের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, সকালবেলা তিনি ব্লক অফিসে তার নমিনেশনের গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা করতে আসছিলেন, আর ঠিক তখনই তাঁর হাত থেকে গুরুত্বপূর্ণ কাগজের সমস্ত কিছুই ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Panchayat Election 2023 : মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে রণক্ষেত্র বাঁকুড়া, জখম BJP কর্মী
এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৭১ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী শিবানী দাস। তিনি বলেন, “আজ সকালে আমার মনোনয়ন জমা করার কথা ছিল। সেই মতো সকাল বেলায় বাড়ি থেকে ব্লক অফিসের দিকে যাই। হাতে ছিল দরকারি কাগজপত্র। হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতী আমার পথ আটকায়, আর আমাকে হুমকি দিতে থাকে। সেই সঙ্গে আমার হাতে থাকা কাগজপত্র কেড়ে নিয়ে চলে যায়। সেই কারণে আমি আজ মনোনয়ন জমা করতে পারলাম না। থানায় এই বিষয়ে অভিযোগ জানিয়েছি।”

Panchayat Election : ডোমকলে মনোনয়নে বাধা! চরম বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কাকদ্বীপের স্থানীয় এক তৃণমূল নেতা জানান, “এই ধরনের কোনও ঘটনা আজ সকালে ঘটেছে বলে আমার জানা নেই। আর যদি ঘটেও থাকে তাতে তৃণমূলের কর্মীরা জড়িত নন। কারণ তৃণমূল চায় সব সলের প্রার্থীরা মনোনয়ন জমা করুক। লড়াইটা ভোট বাক্সে হবে, রাস্তায় নয়। হতে পারে এটা কংগ্রেসের নিজস্ব কোন্দল।”

এদিকে, মনোনয়নে অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘কেউ এই ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না’। কল্যাণীতে নবজোয়ার যাত্রা শুরুর আগে বার্তা দিয়েছিলেন অভিষেক।

Panchayat Election 2023 : CPIM-এর প্রার্থীর স্বামীর উপর হামলা! কুলতলির ঘটনায় চাঞ্চল্য
মনোনয়ন পেশ ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজ্যে। তাই উত্তেজনা এড়াতেই বারবার সতর্ক করেছেন নেতৃত্ব। তবুও কিছু কিছু জায়গায় যে দলের নেতার এই সাবধানবানীতেও কাজ হচ্ছে না, একথা অভিযোগ করে বলছেন বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version