মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। রণক্ষেত্র হয়ে ওঠে ঠাকুরনগর। মতুয়াদের ঠাকুরবাড়ি চত্বর থেকে বচসার জল গড়ায় হাসপাতালের দুয়ারেও। রবিবার ঠাকুরনগরের ঘটনা নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি উপলক্ষে আসেন ঠাকুরনগরে। তার আসা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মতুয়াগড়। মন্দির থেকে হাসপাতাল দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি ও মতুয়াদের দুই গোষ্ঠী। এই ঝামেলায় নষ্ট হয় একাধিক সরকারি সম্পত্তি। চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করে পুলিশ, যার মধ্যে রয়েছে বিজেপির একাধিক কর্মী ।

Abhishek Banerjee News: ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশানায় শান্তনু ঠাকুর

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু সুজিত বসুর মতো তৃণমূল নেতাদের মদতে পুলিশ অনৈতিকভাবে মারধর করে এবং তাদের গ্রেফতার করেছে। পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, ”বাংলায় হিন্দুত্বকে বাঁচিয়ে রাখার ইতিহাস কিছু জানে না। আমরা মতুয়া মহাসঙ্ঘ আলোচনা করে পদক্ষেপ জানিয়ে দেব। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে যে সন্ত্রাস চালিয়েছেন তাতে এখানকার মতুয়া মানুষেরা ভীত সন্ত্রস্ত।” রবিবারের ঘটনার সিবিআই তদন্ত ছাড়াও হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধিক্কার জানান তিনি।

Thakurnagar : ঠাকুরনগরে হাসপাতালেও তৃণমূল-BJP হাতাহাতি, বিস্ফোরক শান্তনু ঠাকুর

রবিবার ঠাকুরনগরের যারা আহত হন তাদেরকে ভর্তি করা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে আহত ব্যক্তিদের দেখতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ বিজেপির বেশ কিছু কর্মীরা যান। কিন্তু সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে মন্ত্রীর অনুগামীরা। সেই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। যথাক্রমে ধারাগুলো হল ১৮৬, ১৮৮, ৩০৮, ৩৩২, ৩৩৩, ৩৫৪, ৫০৬, ৩৪/১০৯ আইপিসি।

Abhishek Banerjee : ‘৩ মাস পর ফের ঠাকুরবাড়িতে আসব, ক্ষমতা থাকলে আটকান’, খোলা চ্যালেঞ্জ অভিষেকের

অন্যদিকে, বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের লোক আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। রবিবার যেভাবে এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষকে ঠাকুরবাড়ির ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন মমতাবালা ঠাকুর।

কাদা খেলে হরিচাঁদ ঠাকুরের চরণ স্পর্শ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version