মাত্র দুই টাকার বিনিময় করা যাবে ৩৭ ধরনের রক্তপরীক্ষা। সাধারণ মানুষের সুবিধার জন্য বিশেষ সুবিধা চালু হল কান্দি মহকুমা হাসপাতালে। মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট হাসপাতালের আউটডোরে রোগীদের জন্য চালু হয়েছে বিশেষ পরিষেবা। দুই টাকার টিকিট কেটে করা যাচ্ছে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা।

উল্লেখ্য, রক্ত পরীক্ষার সময় বেশিরভাগ সময় বেসরকারি ল্যাবগুলির উপর ভরসা করতে হত সাধারণ মানুষকে। কিন্তু, তা অনেকটাই ব্যয় সাপেক্ষ। ফলে এই পরিষেবা চালু হওয়ার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Kolkata Parking Fees : নিউটাউনের মতো কলকাতায় বিনামূল্যে পার্কিং নয়, স্পষ্ট করলেন মেয়র ফিরহাদ হাকিম
প্রসঙ্গত, কান্দি মহকুমা হাসপাতালের ইন্ডোরে বিনামূল্যে এতদিন পর্যন্ত রক্ত পরীক্ষা করাতে পারতেন রোগীরা। কিন্তু, আউটডোরের ক্ষেত্রে সেই নিয়ম চালু ছিল না। এতদিন পর্যন্ত চিকিৎসকরা তাঁদের যে রক্ত পরীক্ষার পরামর্শ দিতেন তা বাইরের কোনও ল্যাব থেকে করিয়ে আনতে হত। এদিকে বেসরকারি ল্যাবে টেস্ট করিয়ে আনাতে গেলে তাঁদের অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হত।

Coromandel Express Accident : মিরাকল! মাথায় গুরুতর চোট, মৃতদের ভিড়ে ‘নিখোঁজ’ ছেলেকে ফিরে পেলেন বাবা
সেই জায়গা থেকে অনেকটাই স্বস্তি পেল সাধারণ মানুষ। হাসাপাতাল সূত্রে খবর, প্রতিদিন বহু মানুষ আউটডোরেও চিকিৎসার জন্য আসেন। সেক্ষেত্রে এতদিন সেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষার পরিষেবা না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। এবার থেকে মাত্র ২ টাকার টিকিট কেটে সুগার থেকে শুরু করে প্রায় ৩৭ ধরনের পরীক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অটো অ্যানালাইজারের মতো অত্যাধুনিক যন্ত্রও।

উল্লেখ্য, কান্দি হাসপাতালে প্রতিদিন বহু মানুষ আউটডোরে আসেন চিকিৎসা পরিষেবার জন্য। তাঁদের মধ্যে মিতা মণ্ডল বলেন, “স্বামীকে নিয়ে আউটডোরে এসেছিলাম। রক্ত পরীক্ষার জন্য বাইরে যেতে হচ্ছে না। হাসপাতালেই দুই টাকা টিকিট দিয়ে করা যাচ্ছে রক্ত পরীক্ষা। আর সেই জন্য অনেকটাই টাকা সাশ্রয় হয়েছে।”

Mimi Chakraborty : মিমির সামনে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, সাধারণের অভিযোগ শুনলেন সাংসদ
এই বিষয়ে হাসপাতালের এক চিকিৎসক জানান, “হাসপাতালের আউটডোরে যাতে নামমাত্র খরচে রক্ত পরীক্ষা করা সম্ভব হয় সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করি। এরপরেই তাতে মেলে অনুমোদন।”

জানা গিয়েছে, কান্দির বহির্বিভাগে একটি ‘ব্লাড কালেকশন সেন্টার‘ চালু করা হয়েছে। চিকিৎসকরা যে টেস্টগুলি দিচ্ছেন সেই মোতাবেক সেখানে রক্ত সংগ্রহ করে পরীক্ষাগুলি করা হচ্ছে। নমুনা আউটডোর বিভাগ থেকে ইন্ডোর বিভাগের ল্যাবে নিয়ে গিয়ে করা হচ্ছে পরীক্ষা। কোনওভাবেই যাতে রক্ত পরীক্ষার ক্ষেত্রে দেরি না হয় সেই দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version