অমিত চক্রবর্তী
অভিযুক্ত নাবালক। তার বিরুদ্ধেই অভিযোগ নাবালিকাকে নিগ্রহের। এই অভিযুক্তের আগাম জামিনের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। প্রায় নজিরবিহীন ভাবে আগাম জামিন দিতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘কোন বয়সে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সেটা এই ছেলে এখনও বোঝেনি। যে মূল্যবোধ নিয়ে চলা উচিত, তাও এখনও রপ্ত করেনি এই অভিযুক্ত। পরিবারের কাছ থেকে যা শেখার কথা ছিল, তা শেখাতে ব্যর্থ হয়েছে পরিবার।’

Kaliyaganj Case High Court : বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ, কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের
তবে এরপরেও আশাবাদী আদালত। বেঞ্চের বক্তব্য, ‘এই বয়সে এখনও ওই অভিযুক্তের জীবন পড়ে রয়েছে। নতুন করে তার বেড়ে ওঠার রাস্তা বন্ধ হয়ে যায়নি।’ এরপরেই আদালত পকসো আইনের ধারায় অভিযুক্ত নাবালককে আগাম জামিন দেওয়ার কথা জানায়। তবে জামিনের শর্ত হিসাবে বিচারপতি চিত্তরঞ্জন দাস ও পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ শর্ত দিয়েছে, পারিবারিক মূল্যবোধের অভাব এবার তাকে শিখতে হবে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়ে। নিজের পড়াশোনার সময়ের পর বেলুড় রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজদের থেকে তাকে মূল্যবোধের পাঠ নিতে হবে। মহারাজরা যেভাবে শেখাবেন, সেইভাবে শিক্ষা নিতে হবে ওই নাবালককে।

Kurmi Protest Latest Update: ভোটে লড়ার সিদ্ধান্ত প্রত্যাহার, স্বীকৃতির দাবিতে রাজ্য সরকারকে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব
ওই নাবালককে কিছুটা সময় দিয়ে তার জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালতে সাহায্য করার জন্য বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ বেলুড় রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজকেও লিখিত ভাবে অনুরোধ করেছে। ঘটনার সূত্রপাত নদিয়ার রানাঘাটে। সেখানে একই এলাকায় প্রতিবেশী হিসেবে বেড়ে ওঠা দুই নাবালক-নাবালিকার। এক সঙ্গে পড়াশোনা, টিউশন নিতে যাওয়ার মাঝেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Suvendu Adhikari : শুভেন্দুর কনভয় দুর্ঘটনায় মৃত্যু মামলা, কেন্দ্র-রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের
দু’জনে শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে বলে আদালতে জানান আগাম জামিন মামলায় অভিযুক্তর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও অপলক বসুর। দুই বাড়ির লোক প্রথমে বিষয়টি মেনে না-নিলেও পরে দু’জনকেই আপাতত পড়াশোনা করে বড় হওয়ার পরামর্শ দেয়। তবে দু’জনকে পরিবারের শাসন, বকাঝকার মধ্যেই দুই পরিবারের মধ্যে এই ইস্যু নিয়ে গোলমাল লেগেই থাকত। এরমধ্যেই নাবালিকার পরিবার মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ জানায় থানায়। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে।

Calcutta High Court : ‘সিবিআই দেব না কি?’ রাজ্যকে হুঁশিয়ারি হাইকোর্টের, সিট-অসহযোগিতায় ক্ষুব্ধ বিচারপতি মান্থা
নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েও ব্যর্থ হয় নাবালকের পরিবার। এরপর নাবালকের তরফে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। এদিন সেই মামলাতেই রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজদের থেকে মূল্যবোধের পাঠ নিয়ে নিজেকে সৎ পথে ফেরানোর শর্ত দিয়ে আদালত আগাম জামিন দেয় অভিযুক্তকে। যদিও ফৌজদারি মামলায়, যেখানে পকসো-র মতো একটি গুরুতর ধারা যুক্ত, সেখানে এমন অভিযুক্তকে শুধু রামকৃষ্ণ মিশনে গিয়ে মূল্যবোধের পাঠ নেওয়ার শর্তে আগাম জামিন দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবী মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version