জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজের প্রচার হোক বা ব্যক্তিগত জীবনের কথা হোক, বিয়ে হোক বা বিচ্ছেদ, তারকাদের সমস্ত খবরই তাঁরা শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। তাই নেটপাড়ার পোস্ট ও ছবি দেখেই শুরু হয়ে যায় গুঞ্জন। সেরকমই এক ঘটনা ঘটেছে গায়িকা ইমন চক্রবর্তীর(Iman Chakraborty) সঙ্গে। বুধবার রাতে একটি পোস্ট করেন ইমন। সেই পোস্ট দেখে তাঁর অনুরাগীরা ভাবেন মা হতে চলেছেন ইমন।

আরও পড়ুন- Rituparna Sengupta: ‘সরল গল্প সরলভাবে বললে মানুষ দেখবেই…’

সোশ্যাল মিডিয়ায় ইমন লেখেন, ‘আর বিলম্ব না না’। সেই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই তাঁকে শুভেচ্ছা লেখেন। কেউ লিখেছেন, ‘ইমনের ঘরে জগন্নাথ আসছে’, কেউ লেখেন, ‘তোমার মতোই ভালো মানুষ হোক’, কেউ লেখেন, ‘আপনার ঘরে কী অ্যাঞ্জেল আসছে?’  কেউ আবার লেখেন, ‘জীবনের নয়া অধ্যায়ের জন্য শুভেচ্ছা’। সবাই ধরেই নেন মা হচ্ছেন ইমন। কিন্তু বৃহস্পতিবার সকালেই সবার আশায় জল ঢেলে দেন গায়িকা।

ইমন লেখেন, ‘বন্ধুগণ আমি আমার গানের কথা বলছিলাম। অন্য ভালো কোনও খবর হলে আমরা নিজেরাই দেব। দয়া করে অন্য কিছু ভাববেন না।’ সেই পোস্টে এক নেটিজেন লেখেন, ‘বিয়ের পর ভালো খবর মানেই লোকে সন্তান আসার কথা ভাবে।’ অন্য আরেক নেটিজেন লেখেন, ‘মানুষের ভাবনার উপর তো আর কারো হাত থাকে না।তাই যার যা খুশি সে তাই ভেবে নেয় নিজ ইচ্ছানুসারে।’ কেউ আবার লেখেন ‘আপনি ভাবতে বারণ করলেও, মানুষ ভেবে ভেবে দিশেহারা হয়ে পড়বে।কারন ভাবার কোনো শেষ ও নেই, বিকল্পও নেই’।

আরও পড়ুন- Ashish Vidyarthi: সিঙ্গাপুরে হানিমুনে আশিস বিদ্যার্থী! স্ত্রী রূপালীর সঙ্গে ছবি পোস্ট অভিনেতার…

২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন সংগীত পরিচালক নীলাঞ্জন ও ইমন চক্রবর্তী। গানের হাত ধরেই তাঁদের প্রেম। বিয়ের পর একসঙ্গে একের পর এক কাজ করে চলেছেন তাঁরা। গত দুবছর ধরে হ্যাপিলি ম্যারেড তাঁরা। সম্প্রতি ইমনের বাবার জামাইষষ্ঠীর ছবিও শেয়ার করেছিলেন গায়িকা। যদিও কিছুদিন আগে রটে যায় যে তাঁর জন্যই নাকি শোভন আর স্বস্তিকার সম্পর্কে ফাটল ধরেছে। যদিও সেটা নাকচ করে দেন গায়িকা। এরই মাঝে ইমনের মা হওয়ার জল্পনায় সরগরম নেটপাড়া। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভালো খবর থাকলে তিনি নিজেই সরাসরি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version