কলকাতা বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় এবার তদন্ত শুরু করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। আগুন লাগল কেন? কোথাও গাফিলতি ছিল, নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগল, তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দেওয়া হয়েছে। বুধবার রাত ৯টা ১২ মিনিট নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ৩-এ বেরনোর গেটের কাছে আগুন লক্ষ্য করা যায়। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। হুড়োহুড়ি লেগে যায় যাত্রী ও বিমান বন্দরের কর্মীদের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়।

Kolkata Airport Fire Incident : স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না? বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে প্রশ্ন
একটি সূত্র বলছে, বিমানবন্দরে যাত্রীদের লাগেজ স্ক্যানিং পোর্টাল এর জায়গা শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লাগে। আগুন লাগার পর লাইনে থাকা দাঁড়িয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। লাগেজ স্ক্যানার মেশিন থেকে দূরে চলে যান তড়িঘড়ি। বিমানবন্দরের কর্মীরা চলে আসেন আগুন নিয়ন্ত্রণ নিয়ে আনার জন্য। প্রায় কুড়ি মিনিট ধরে এই লাগেজ স্ক্যানিং মেশিনে আগুন জ্বলতে থাকে।

Kolkata Airport Fire: কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে আগুন
বিমানবন্দর সূত্রের খবর, লাগেজ স্ক্যানিং মেশিনে প্যাসেঞ্জারদের লাগেজও পুড়ে যায়। তবে এয়ারপোর্ট অথরিটির এক আধিকারিক জানিয়েছে, ৯টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা হয়। গেট থেকে চেক ইন সার্ভিস পুনরায় শুরু হয়ে যায় ১০.২৫ মিনিট থেকে। ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান হয়েছে।

Kolkata Airport News : কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, যাত্রীর চিল চিৎকারে হুলস্থুল
তবে ঠিক কী কারণে আগুন লাগল, সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। কলকাতা বিমানবন্দর হাই সিকিউরিটি জোন। চূড়ান্ত নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থা প্রতিপালন করা হয় কলকাতা বিমানবন্দরে। প্রতি মুহূর্তেই জাতীয় ও আন্তর্জাতিক বিমান ওঠানামা করে বিমানবন্দরে। রাতে যে সময় আগুন লাগে, সেই সময় প্রচুর বিদেশি গামী বিমান যাত্রার সূচি ছিল। বেশ কিছু বিমান ছাড়তে দেরি হয় বলেও জানা গিয়েছে। হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের।

Kolkata Airport News : হঠাৎ যাত্রীর চিৎকার, কলকাতা বিমানবন্দরে ছড়াল আতঙ্ক

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানান, দুর্ভাগ্যবশত ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট ডিরেক্টরদের সঙ্গে আমার কথা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কর্মী, দমকল কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে, সমস্ত যাত্রীকে শুরুতেই নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে বিমান চলাচল শুরু হওয়ায় স্বস্তি পান যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version