গ্রামবাসীদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে জানালেও তিনি কর্ণপাত করেননি। বাঁকুড়া জেলা পরিষদের এন পি এন আর ফান্ডে সোনামুখী ব্লকের খাগ বৈকুন্ঠপুর থেকে জয়তুং মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য ২৪ লাখ ৮২ হাজার ১৮১ টাকায় টেন্ডার পায় সোকের আলি খান নামে একটি এজেন্সি।
এই বিষয়ে BJP-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি স্বরূপ ঘোষ বলেন, “এটা গাফিলতি নয়। শাসকদল ইচ্ছাকৃত ভাবে করেছে। যদি পনেরো দিনের মধ্যে পিচের কোয়ালিটি খারাপ না করে, তাহলে কালীঘাটে টাকাটা পাঠাবে কি করে? এটা শাসকদলের বৈশিষ্ট্য। চুরি করা এদের ধর্ম”।
এই বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু বলেন, “বিষয়টি লিখিত বা মৌখিকভাবে আমাকে কেউ জানায়নি। আপনাদের কাছেই শুনলাম। তবে এবার খোঁজখবর নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”। স্থানীয় বাসিন্দা বিভাস ঘোষ ক্ষোভের সুরে জানান, “অনেকদিন ধরে অনেক জায়গায় এই রাস্তা তৈরির জন্য আবেদন করা হয়েছিল।
তারপর গিয়ে কিছুদিন আগেই এই রাস্তা তৈরি হয়। কিন্তু হঠাৎ করে দুদিন ধরে দেখছি, পিচের ছাল উঠে চলে আসছে। আবার রাস্তা সেই আগের জায়গায় ফিরে গিয়েছে। এভাবে কাজ করার কোনও মানে হয়না। বলে দিতেই পারত যে রাস্তা তৈরি করা হবে না। শুধু টাকার নয়ছয়”।
অন্য এক স্থানীয় বাসিন্দা বিপদতারন ঘোষ বলেন, “এই ঘটনা ঘটার পরে আমার ফের জানিয়েছি। কিন্তু সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে জানালেও তিনি কর্ণপাত করেননি। এখন পঞ্চায়েত ভোট চলে এসেছে। আর কেউ কোনও কথা শুনছেন না। এভাবে চললে আসন্ন পঞ্চায়েত ভোটে এর উত্তর দেব আমরা”।