Bankura News : ফের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতারণার শিকার হলেন বাঁকুড়ায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কৌশলে বিভিন্ন নথিপত্র ও বায়োমেট্রিক সংগ্রহ করে তাঁদের নামে ঋণ তুলে আত্মসাতের অভিযোগ উঠল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্তা সহ দুজনের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত দুজনকে গাছে বেঁধে ব্যাপক মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সাসপুর এলাকায়।

Cyber Crime : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার ১
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে লতা যশ নামের এক মহিলা সাসপুর এলাকার গোষ্ঠীর মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে তাঁদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রস্তাব দেন। এর জন্য প্রথমে ২৫ হাজার টাকা ও পরে ৪৫ হাজার টাকা স্বেচ্ছাসেবী সংস্থাটির কাছে জমা দেওয়ার শর্ত দেন ওই মহিলা।

Saumitra Khan : ‘এই সরকারের আমলে স্বচ্ছ নির্বাচন হওয়া অসম্ভব…’, ফের তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধার অভিযোগ তুলে ধরনায় সৌমিত্র খাঁ
বাড়ি তৈরির জন্য এলাকার মহিলাদের কাছ থেকে নথিপত্রও নেন ওই মহিলা। অভিযোগ মহিলার কথামতো প্রথম দফার ২৫ হাজার টাকা গোষ্ঠীর মহিলারা দিতে অসমর্থ হলে একটি মাইক্রোফিনান্স সংস্থা থেকে ওই টাকা ঋণ হিসাবে মহিলাদের পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

Saumitra Khan : ‘মনোনয়নের নামে প্রহসন…’, ইন্দাসে BDO অফিসের সামনে বিক্ষোভ সৌমিত্র খাঁয়ের
অভিযোগ, লতা যশ নামের ওই মহিলা স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি নিশাকর খাঁ ও স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্তা সার্থক নন্দীর সহায়তায় স্থানীয় ৩০০ জন মহিলার নামে মাইক্রোফিনান্স সংস্থা থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করতে শুরু করে। পরবর্তীতে মাইক্রোফিনান্স সংস্থার কর্মীরা গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ঋণের টাকা চাইতে গেলে গোটা বিষয়টি সামনে আসে।

Wb Panchayat Election 2023: পুলিশের উপস্থিতিতেই BJP বিধায়ককে ‘গালি গালাজ ও হেনস্থা’র অভিযোগ, মনোনয়ন জমা নিয়ে উত্তাল বাঁকুড়া
এরপরই রাষ্ট্রায়ত্ত সংস্থার কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্তা সার্থক নন্দী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নিশাকর খাঁ’কে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ গোটা প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড নিশাকর খাঁ। ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক সার্থক নন্দী গোষ্ঠীর মহিলাদের ভুল বুঝিয়ে তাঁদের নথি ও বায়োমেট্রিক ব্যবহার করে ঋণের টাকা তুলে নেওয়ার জন্য নিশাকর খাঁর হয়ে কাজ করেছে।

Panchayat Election : ছেলের পছন্দের প্রার্থীকে সমর্থনে ‘না’ মা-এর, রাগে ধারালো অস্ত্রের আঘাতে খুন!
অভিযুক্ত দুজনই গোষ্ঠীর মহিলাদের ঋণের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে। কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্তা সার্থক নন্দীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। চম্পা বাগদি নামের এক মহিলা জানান, “লতা নামের ওই মহিলাকে এরা দুজনেই পাঠিয়েছিল আমাদের কাছে।

তাই আজ আমরা এদের ধরে মেরেছি। যতদিন না এরা শাস্তি পাবে, আর আমাদের টাকা শোধ করবে, আমরা এভাবেই আন্দোলন করব”। মূল অভিযুক্ত নিশাকর খাঁ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমি এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত নই। কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version