Trinamool Congress : পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া শেষ হতেই রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল নদিয়া জেলায়। বিরোধী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল। এই কারণে অতিষ্ঠ হয়ে থানা ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দারা। মনোনয়ন জমা দেওয়ার শেষ রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নদিয়ার চাপড়া থানার বড় অন্দুলিয়া গ্রামে। চাপড়ার বিভিন্ন এলাকাতে বাইক নিয়ে মানুষকে আতঙ্কিত করতে রাতের অন্ধকারে টহল দেয় দুষ্কৃতীরা, অভিযোগ এমনই। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

CPIM Tmc Clash : CPIM-কে মনোনয়নে বাধা! বাইক বাহিনীর তাণ্ডবে ধুন্ধুমার, রণক্ষেত্র রানিনগর
এরপর রাতেই চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। রাতের অন্ধকারে বিরোধীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, একথা জানানো হয়। নির্বাচন শুরু হতে না হতেই এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা চাপড়া এলাকা জুড়ে। একই সঙ্গে অভিযোগ ওঠে, CPIM প্রার্থী মমতা খাতুনের বাড়িতেও তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। ঘরের বেশ কিছু জিনিসপত্র ও মোটরসাইকেল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশকে ফোন করলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন।

Bengal Panchayat Polls Violence : মনোনয়ন প্রত্যাহারে চাপ? পাড়ুইয়ে CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবে গোটা এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কি এবারও ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে? এমনটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে। CPIM প্রার্থী মমতা খাতুন অভিযোগ করে বলেন, “আমার বাড়িতে রাতে এসে ভাঙচুর চালিয়ে গিয়েছে।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের উত্তেজনা চোপড়ায়, BJP কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ পুলিশের
আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। কারণ আমি বিরোধী দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছি। লাগাতার হুমকি আসছে মনোনয়ন তুলে নেওয়ার। এই বিষয়ে পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। আমার দলের উচ্চ নেতৃত্বকে এই বিষয়ে জানিয়েছি”। যদিও হুমকির সামনে তিনি নতিস্বীকার করবেন না বলেই জানিয়েছেন মমতা খাতুন।

WB Panchayat Election Violence: এবার নাকাশিপাড়া, অনুগামী সহযোগে বন্দুক উঁচিয়ে ‘দাদাগিরি’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “গতকাল দুপুরে মনোনয়ন জমা শেষ হয়েছে। আর রাতেই বাইক বাহিনী ঢুকে পড়ে এলাকায়। এসে হুমকি দিতে থাকে সবাইকে। আতঙ্কে সবাই বাড়ির ভিতরে নিজেদের বন্দি করে নেন।

Panchayat Election 2023 : মনোনয়ন জমার পথে CPIM প্রার্থীদের ওপর হামলার অভিযোগ! উত্তেজনা মধ্যমগ্রামে
পরে বাইক বাহিনী চলে যেতে আমি পুলিশ ফাঁড়িতে যাই, ঘেরাও করি। কিন্তু পুলিশের তরফ থেকে কোনও আশ্বাস মেলেনি। বুঝে গিয়েছি পুলিশ কিছু করবে না”। এই বিষয়ে চাপড়ার এক স্থানীয় তৃণমূল নেতা বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। অনেক সময়েই মিথ্যে কথা রটানো হয়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version