Uttar 24 Parganas : মনোনয়ন জমা পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও বিরাম নেই দলবদলে। তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট না পেলেই ক্ষেপে উঠছেন একশ্রেণীর নেতা থেকে কর্মীরা। আর ক্ষুব্ধ হয়ে যোগ দিচ্ছেন অন্য দলে। বসিরহাটেও দেখা গেল একই দৃশ্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। তৃণমূলের হয়ে প্রার্থী হতে না পেরে পিফা গ্রাম পঞ্চায়েতের দুইজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক নেতা কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করলেন। বসিরহাট শহরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় বসিরহাট শহর কংগ্রেসের প্রধান কার্যালয়ে।

Panchayat Election 2023 : জেলাজুড়ে দলবদলের রেশ অব্যাহত! ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান ১৮ কর্মীর
পতাকা তুলে দেন বসিরহাট গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার, বসিরহাট ১ নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি কাদের সর্দার সহ কংগ্রেস নেতারা। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে যেভাবে পিফা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন সমস্ত প্রকল্প মানুষকে পাইয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাঁদেরকে তৃণমূল প্রার্থী করেনি।

Panchayat Election 2023 : প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন! কালনায় কংগ্রেসে যোগ ২০০০ কর্মীর
দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হয়েছে। তাই তাঁরা তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন। আগামী দিনে কংগ্রেসের পতাকা নিয়ে লড়াই করবেন তাঁরা। দল ত্যাগ করা এক তৃণমূল কর্মী জানান, “টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। যদি স্বচ্ছভাবে প্রার্থী তালিকা করা হত, তাহলে আমরা টিকিট পেতাম।

Panchayat Election : মনোনয়নের শেষ দিনে নাটকীয় মোড়! তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০০ কর্মীর
অনেক কিছুই করেছি গ্রামের জন্য। তার প্রতিদান এভাবে পেলাম। এটা কোনওদিন ভুলব না। ওই দলে আর কোনওদিন ফেরত যাব না। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। বেছে বেছে টাকা নিতে দুর্নীতিতে জড়িত মানুষদের প্রার্থী করা হচ্ছে”।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দল বদলের হিড়িক, বীরভূমে কংগ্রেসের দখলে তৃণমূল কার্যালয়
বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের INTTUC-র সভাপতি কৌশিক দত্ত বলেন, “রাজ্যে যারা দল ত্যাগ করছেন, যেতেই পারেন। তাতে কিছু যায় আসে না। কংগ্রেসে গিয়েছেন টিকিট না পেয়ে। তাতে দলের কোনও কিছু যায় আসে না। তাঁরা হয়ত ভালোবেসে তৃণমূল দলটা করত না তাই চলে গিয়েছে। তৃণমূল দল মানুষের দল।

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যুব সংগঠন
প্রার্থী যেই হোক না কেন, মানুষ ভোট দিয়ে তৃণমূলকে পঞ্চায়েত ভোটে জেতাবেন”। বসিরহাট গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার বলেন, “তৃণমূল দলটা এতটাই দুর্নীতিগ্রস্ত যে কেউই ওই দলে থাকতে পারছেন না। সবাই চলে আসছেন। কিছুদিনের মধ্যে আরও অনেকে কংগ্রেসে যোগদান করবেন”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version