তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের নেপথ্যে রয়েছে ‘অন্তর্ঘাত’ বা ‘অন্য দলের সঙ্গে যোগাযোগের’ মতো বিষয়, রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত এমনটাই বললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে একই কেন্দ্রে একাধিক তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এতবড় দল, কারও কারও আশা থাকতেই পারে, কিন্তু অনতিবিলম্বেই দলের নির্দেশে সেই প্রার্থীপদ তাঁরা প্রত্যাহার করে নেবেন।’

Nawsad Siddiqui : ‘রাজ্যের অভিভাবকের কাছে এসেছিলাম…’, আচমকাই নবান্নে নওশাদ
তৃণমূল পার্টি অফিসে বসে দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে এদিন তৃণমূল বিধায়ক তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি, এগুলোর পেছনে রয়েছে অন্তর্ঘাত বা অন্য দলের সঙ্গে যোগাযোগ, এগুলো তো নতুন কিছু নয়! আমাদের দল থেকে বেরিয়ে তো অনেকেই অন্য দলে গিয়েছিল, আবার ফিরে এসেছে, বা এখনও রয়ে গেছে। তাদের কোনও যোগসূত্রতা এটার মধ্যে আছে কি না, এমনিতে তো উৎসাহ তারা দিচ্ছে, উত্তেজনা যাতে হয় তার বন্দোবস্তও তারা করছে। সেগুলোর দিকে প্রশাসন ও দলগত ভাবে আমরা নজর রাখছি।’

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহার না করার শাস্তি! মহিলা CPIM প্রার্থীকে চুলের মুঠি ধরে মারধর
একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের তোলা সন্ত্রাস ও খুনের অভিযোগেরও এদিন জবাব দেন বরানগরের বিধায়ক। তাপস রায় পালটা বলেন, ‘এটা খুবই খেদের কথা, এটা নিশ্চয় খুব আনন্দের কথা নয়, আমাদের কর্মীদের মৃত্যু হয়নি? আমাদের কর্মীরা আঘাতপ্রাপ্ত হয়নি?’ তিনি আরও বলেন, ‘বিরোধীদের সব প্রশ্নের উত্তর হয় না। মাঝে মাঝে খুবই অবাক লাগে ওরা এই সমস্ত প্রশ্ন কেন করে?’

Panchayat Election 2023 : BJP প্রার্থীদের বাড়িতে হামলা-ভাঙচুর, পালটা রাস্তা অবরোধ! তুলকালাম গাংনাপুরে
এদিন তাপস রায়ের মুখে উঠে আসে ‘অশুভ শক্তি’ ও ‘অসুর’ প্রসঙ্গও। কিন্তু এক্ষেত্রে তিনি ঠিক কাদের ইঙ্গিত করতে চাইলেন? উত্তরে স্পষ্ট করে কিছু না বললেও তাপসবাবু কার্যত বলেন, আমাদের সমাজে ও দেশে যে অশুভ শক্তি রয়েছে তাদের বোঝাতে চেয়েছেন তিনি।

WB Panchayat Election Nomination: মনোনয়নের শেষ দিনে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, হুঁশিয়ারি সত্ত্বে গোঁজ প্রার্থী চন্দ্রকোণায়

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্তির আঁচ বেড়ে চলেছে গোটা বাংলা জুড়ে। গোটা মনোনয়ন পর্ব জুড়ে হিংসা ও রক্তক্ষয়ের সাক্ষী থেকেছেন বঙ্গবাসী। মৃত্যু হয়েছে একাধিক। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি মনোনয়ন পর্ব হয়েছে শান্তিতেই। তবে অশান্তি অবশ্য থামেনি। মনোনয়ন শেষ হওয়ার পর থেকেই শাসকদলের তরফ থেকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য বিভিন্ন জায়গায় চাপ ও হুমকি দেওয়ার অভিয়োগ তুলছেন বিরোধীরা। আর শাসক-বিরোধী এই বাকযুদ্ধকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version