চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দাসপুর এক নম্বর ব্লকের বৈকণ্ঠপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ৮টা নাগাদ বৈকণ্ঠপুরের দলুই পাড়ার মাঠে হঠাৎই স্থানীয় মানুষজন আকাশ থেকে অজানা একটি বস্তু পড়তে দেখে। কয়েকজন কৌতুহল বশত এগিয়ও যান। তাঁরা দেখতে পান সাদা রংয়ের একটি যন্ত্র। সেখানে থেকে লাল আলো জ্বলছে। এই দৃশ্য নজরে আসার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হল পুলিশে।
ঠিক কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?
এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা প্রতীক খান বলেন, “আমরা বৈকণ্ঠপুরের মাঠে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটি যন্ত্র থেকে লাল আলো জ্বলছে। আমরা সকলেই এগিয়ে যায়। ততক্ষণে গ্রামের বাসিন্দারাও অনেকে এসেছিলেন। সামনে গিয়ে দেখি একটি যন্ত্র। সেখানে ‘ওয়েদার’ লেখা। তা কী, আমরা কেউই ঠাহর করতে পারিনি।”
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাতে গ্রামে বিদ্যুৎ ছিল না। গরমে সকলে এই মাঠে বসেছিলেন। হঠাৎ দেখি একটা লাল আলো দপ দপ করে জ্বলছে নিভছে। এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যান। ভোটের সময় বিভিন্ন দিকে অশান্তির কথা শুনতে পাচ্ছি। ফলে সকলেই অন্য কিছু ভেবে বসে ওই যন্ত্রটিকে। আমার প্রাথমিক অনুমান, আবহাওয়া সম্পর্কে জানার জন্য নির্দিষ্ট একটি ডিভাইস হতে পারে যন্ত্রটি। আমরা থানায় খবর দিই।”
এই সময় ডিজিটালের ক্যামেরায় ধরা পড়েছে, উড়ে আসা বস্তুটি সাদা রংয়ের একটি যন্ত্র। যেখান থেকে লাল আলো বার হতে দেখা যায়। তবে তা কী? নির্দিষ্ট করে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
এদিকে এলাকাবাসী তৎক্ষনাৎ পুলিশে খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। ওই যন্ত্রটিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেন পুলিশ কর্তারা। তবে তা আদতে ঠিক কী? নির্দিষ্ট করে বলতে পারছেন না তদন্তকারীরাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তা আবহাওয়া পরিমাপ করার একটি যন্ত্র।
এই যন্ত্রটি কী ভাবে ওই মাঠে এল? এই প্রশ্নের কোনও সদুত্তোর এখনও পর্যন্ত মেলেনি। পুলিশ সূত্রে খবর, এই গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। যন্ত্রটি আসলে কী এবং তা কী কাজে ব্যবহার করা হয়? তা খতিয়ে হচ্ছে।