দণ্ডি কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। পঞ্চায়েত নির্বাচনে দণ্ডি কাণ্ডে নির্যাতিতা তিন আদিবাসী মহিলার একজনকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চকবলরামের শিউলি মার্ডিকে এবার গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়বে মৌসুমী মার্ডি। দণ্ডির ঘটনায় আদিবাসী সমাজকে ছোট করে দেখানো হয়েছে, সেই বার্তা প্রচার হবে বাড়ি বাড়ি গিয়ে, জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী বলে জানান বিজেপি প্রার্থী।

Panchayat Election Nomination: ৮৫ বছরে পঞ্চায়েত প্রার্থী, কাঁকসায় বিজেপির যুব সমাজের অনুপ্রেরণা উমারানী
একদিকে, নিজের এলাকা থেকে প্রচারাভিযান শুরু করল শিউলি মার্ডি। নিজে তুলি ধরে দেওয়াল লিখেন। দণ্ডি কাণ্ডের পর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তৃণমূল থেকে সরে গিয়েছে এমন তত্ত্ব খারা করেছিল বিজেপি সহ বিরোধীরা। তার বিরুদ্ধে প্রচার করছে তৃণমূল। তৃণমূল প্রার্থী শিউলি মার্ডির দাবি, কোনও আদিবাসী তৃণমূলের পাশ থেকে সরে সরে আসেনি৷ বরং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আরও তৃণমূলে প্রতি আস্থা রেখেছে। তাঁর কথায়, “দিদি যেভাবে উন্নয়ন করেছে সেই জায়গা থেকে তৃণমূলের উপরই ভরসা করছে আদিবাসী সহ সাধারণ মানুষ।” অন্যদিকে দণ্ডি কাণ্ডের পর তাঁদের উপরও দল ভরসা রেখেছেন। তাই তাকে দল টিকিট দিয়েছে৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলেই তিনি আশাবাদী।

West Bengal Panchayat Election : কালিয়াগঞ্জে একই আসনে লড়তে BJP প্রার্থীদের হুড়োহুড়ি, জমা পড়ল একাধিক মনোনয়ন
দণ্ডি কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর পঞ্চায়েতের চকবলরাম গ্রাম। রাতারাতি যেন চকবলরাম দণ্ডি গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। দণ্ডির গ্রামের নির্যাতিতা তিন মহিলার একজন শিউলি মার্ডি। তাকেই এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার গ্রাম পঞ্চায়েত আসনে শাসকদল তৃণমূলের প্রার্থী শিউলি মার্ডি।

West Bengal Panchayat Election : বড় ভাই BJP, ছোট ভাই তৃণমূলের প্রার্থী! নজরকাড়া লড়াই এবার কৃষ্ণগঞ্জে
এদিকে নিয়ে পালটা সরব হয়েছে বিজেপি। আদিবাসী মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলেই জানিয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। পাশাপাশি তিনি আরও বলেন, “এমনটা করে আদিবাসীদের সান্তনা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

Panchayat Election 2023 : ময়ূরেশ্বরে মূকবধির প্রার্থী সিপিএম-এর!

উল্লেখ, একসময় গোফানগর অঞ্চলটি ছিল বামদের দুর্গ। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বামেদের দুর্গের দখল নেয় তৃণমূল৷ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দখল করে। গত একুশে বিধানসভায় এই অঞ্চল থেকে লিড দেয় তৃণমূল কংগ্রেস। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় লাভ করবে এবং পঞ্চায়েত দখল নেবে বলে তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version