আধার সংক্রান্ত প্রতারণা রুখতে উদ্যোগী কলকাতা পুলিশ। আধার এনাবেল পেমেন্ট সিস্টেমকে (AEPS) ব্যাহত করার মাধ্যমে প্রতারণার সাম্প্রতিক ঘটনাগুলি উল্লেখ করে, মানুষকে আধার প্রমাণীকরণের জন্য বায়োমেট্রিক তথ্য ওয়েবসাইট বা mAadhaar app-এর মাধ্যমে লক করে রাখার আবেদন জানাচ্ছে কলকাতা পুলিশের বন্দর ডিভিশনের সাইবার সেল। বিধাননগরের পুলিশের পর ১০ দিনে এই নিয়ে দ্বিতীয়বার যেখানে, কলকাতার বাসিন্দারের তাঁদের বায়োমেট্রিক তথ্য লক করে রাখার পরামর্শ দেওয়া হল।

Aadhaar Card: বিনামূল্যে আধার আপডেট করবেন কী ভাবে? বুধবারই সুযোগ শেষ
যা জানাচ্ছেন ডিসি

এই প্রসঙ্গে ডিসি বন্দর জাফর আজমল কিদওয়াই জানাচ্ছেন, সাম্প্রতিক কিছু ঘটনার তদন্তে নেমে জানা যায় যে আধার এনাবেল পেমেন্ট সিস্টমের মাধ্যমে মানুষক নিজেদের অজান্তেই তাঁদের কষ্টার্জিত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন। এক্ষেত্রে তাঁরা কোনও ওটিপি বা পিনও শেয়ার করছেন না। হয়ত আঙুলের ছাপ কোনও জায়গা থেকে প্রকাশিত হচ্ছে, আর সেই বিষয়ে মানুষ কিছুই জানতে পারছেন না। তাই আমাদের প্রত্যেককে আধার ওয়েবসাইট বা mAadhaar app-এর মাধ্যমে আধার প্রমাণীকরণের বায়োমেট্রিক্স অপশানটি লক করে রাখতে হবে।’

Aadhaar Card: চাকরিপ্রার্থীদের সুবিধার্থে বড় পদক্ষেপ LinkedIn-এর! আধার দিয়ে বিনামূল্যে হবে অ্যাকাউন্ট ভ্যারিফাই
এক্ষেত্রে পুলিশের পরামর্শ হল, যখন বায়োমেট্রিক ডিলেসের প্রয়োজন হবে, যেমন কোনও সিম কার্ড ইস্যু করার সময়, সেই সময় কিছুক্ষণের জন্য সেটি আনলক করা যেতে পারে। আর পুনরায় বায়োমেট্রিক তথ্য লক করার আগে কাজ সম্পন্ন করে নিতে হবে।

CoWIN Data Leak : কোউইন পোর্টাল থেকে ফাঁস আপনার তথ্য, পাওয়া যাচ্ছে টেলিগ্রামে!
গুরুত্বপূর্ণ নথি আধার

আধার ওয়েবসাইট অনুসারে, বায়োমেট্রিক লকিং এবং আনলকিং এমন একটি পরিষেবা যা কোনও আধার কার্ডধারীকে নিজের বায়োমেট্রিক লক এবং অস্থায়ীভাবে আনলক করতে সাহায্য করে। এর প্রধান উদ্দেশ্যই হল, নাগরিকদের তথ্যের গোপনীয়তা বজায় রাখা।

Myanmar Refugees : মায়ানমারের শরনার্থীরা পেয়েছে ভারতের আধার-প্যান কার্ড, দাবি YMA সংগঠনের
প্রসঙ্গত, বর্তমানে দেশের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড। যে কোনওরকম অফিশিয়াল কাজ থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা লাভ, সবক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। এছাড়া ব্যাঙ্কের কোনও কাজ হোক বা নতুন সিম কার্ড নেওয়া, তাতেও প্রয়োজন হয় আধার নম্বর। বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখাও মাস্ট। আর আধার কার্ডের এত ব্যবহারের মাঝেই জাল পেতে বসে রয়েছে প্রতারকরা। যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করান থাকে, তাই নিত্যনতুন কৌশলে মানুষকে প্রতারিত করে সাইবার প্রতারকরা। ইতিমধ্যেই এই ধরনের বেশকিছু প্রতারণার অভিযোগও উঠে এসেছে। সেক্ষেত্রে এই পদ্ধতিতে প্রতারণা অনেকটাই ঠেকান যাবে বলে মনে করছেন পুলিশ কর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version