জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি, বিজেপি প্রার্থীদের মারধর অভিযোগ করছে গেরুয়া শিবির। এবার আক্রান্ত প্রার্থীদের নিয়ে সোজা রাজভবনে হাজির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর জন্য এই সফর বলে জানান হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার রাজভবনে রাজ্যপালের সকাশে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে যে অশান্তি চলছে, সে ব্যাপারে রাজ্যপালের কাছে নালিশ ঠোকেন তিনি। উল্লেখ্য, তাঁর এই সফরের পরেই ক্যানিং-এ স্পর্শকাতর এলাকায় পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Governor CV Ananda Bose : &amp#39;যেভাবে ঠিক মনে হবে, কর্তব্য পালন করব…&amp#39;, সরকারকে বার্তা রাজ্যপালের
রাজ্যপালের একাধিক জায়গায় পরিদর্শনের পরেই তাঁর বিরুদ্ধে কটাক্ষ করতে শুরু করেন তৃণমূল নেতৃত্বরা। সোমবার ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলায়, জেলায় আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে এদিন রাজভবনে যান তিনি।
বিজেপির অভিযোগ, মনোনয়ন পর্বের পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। বাসন্তীতে আক্রান্তদের বাড়িতে এর আগে পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Panchayat Election 2023: &amp#39;বাহিনী চায়নি কমিশন, আদালত অবমাননার সামিল!&amp#39; প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর
সোমবার সকালে হাওড়া জেলার উলুবেড়িয়া আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে দেখা করতে যান বিজেপি রাজ্য সভাপতি। এদিন তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী না আসায় জনগণের মত প্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। জনসাধারণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন না। সে কারণে ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এরিয়া ডমিনেশন করা প্রয়োজন।”

Panchayat Election Polls: &amp#39;নির্দেশ কার্যকর না করলে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেব&amp#39;, কমিশনকে তোপ হাইকোর্টের
পাশাপাশি, বারুইপুর এলাকায় স্ত্রী বিজেপি প্রার্থী হওয়ায় তাঁর স্বামীকে আক্রমণের অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল তোলা হয় তৃণমূলের দিকে। জানা যায়, প্রথমে মনোনয়নপত্র প্রতাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া হয় ওই প্রার্থীর। কিন্তু তা না শোনায় শুক্রবার বিকালে ক্যানিং রোডের উত্তরভাগের কাছে প্রার্থীর স্বামীকে মারধর করা হয়। অন্যদিকে, মালদা জেলায় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর ভাই প্রসেনজিৎ সিংকে অপহরণ করে নেওয়ার অভিযোগ উঠেছে।

Sukanta Majumdar: ‘কাকু হোক বা কালীঘাটের ডাকু, বাঁচবে কেউ-না’

একের পর এক জেলায় বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ায় তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছে বিজেপি নেতৃত্ব। বেশিরভাগ জায়গাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের শাসাচ্ছে, হুমকি দিচ্ছে এমনকি মনোনয়ন তুলে নেওয়ার জন্য মারধর করা হচ্ছে বলেও দাবি বিজেপি নেতৃত্বের। সঠিক পথে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়েই এই কাণ্ড ঘটাচ্ছে বলে দাবি বিজেপির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version