মনিবের বাড়িতে তখন চলছে ডাকাতি। এদিকে, মনিবের স্ত্রী এবং তাঁর ছেলেকে গাড়ি করে নিয়ে যাচ্ছে ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড। ফোনে প্রতিনিয়ত যোগাযোগ রেখে যায় সহকারী দুষ্কৃতীদের সঙ্গে। নিজের বন্ধুদের দিয়েই কার্যসিদ্ধি করার পুরো ছক কষেছিল স্বর্ণদ্বীপ। বাড়ির ছেলের মতো দেখলেও সেই যে এরকম রোমহর্ষক ডাকাতির ঘটনা ঘটাবে মেনে নিতে পারছে না সিংহ রায় পরিবার।

South 24 Parganas News : দিনেদুপুরে ডাকাতি নরেন্দ্রপুরে, একাকী বৃদ্ধের উপস্থিত বুদ্ধিতে ধৃত ২ দুষ্কৃতী
ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল সমস্ত দিক মাথায় রেখেই। সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা বৃন্দাবন সিংহ রায়ের স্ত্রী এবং তাঁর পুত্র গিয়েছিলেন বর্ধমানে। এক আত্মীয়ের বিয়েবাড়িতে যান তাঁরা। তাঁদেরকে গাড়ি করে নিয়ে যান স্বর্ণদ্বীপ। বাড়ির সব খবর রাখতো সে। তেমনই বাড়ির মালিকের স্ত্রী এবং ছেলে বিয়েবাড়িতে যাবে, সেটাও অজানা ছিল না।
বাড়িতে তখন বৃদ্ধ বৃন্দাবন সিংহ রায় একা থাকবেন সেটা জেনেই তৈরি হয় ডাকাতির ছক। নিজের তিন সহকারীকে ডাকাতির জন্য বৃন্দাবন সিংহ রায়ের বাড়িতে পাঠায় সে। তবে সহকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে যায় নিয়মিত। নিজের মালিকের স্ত্রী, ছেলেকে গাড়ি করে নিয়ে আসার সময়ই ফোনে ডাকাতির পূর্ণাঙ্গ রিপোর্ট নিতে থাকে স্বর্ণদ্বীপ।

WB Panchayat Election : রাতের অন্ধকারে মনোনয়ন প্রত্যাহারের হুমকি তৃণমূলের বিরুদ্ধে!নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত প্রার্থীর
এদিকে, বৃদ্ধের চেঁচামিচিতে পাড়ার লোকজন এক ডাকাত দলের লোককে ধরে ফেলে। তার কাছ থেকেই বেরিয়ে আসে আসল তথ্য। তাঁদের বাড়ির দীর্ঘদিনের গাড়ি চালক বলা যায় অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি যে এই ডাকাতির ঘটনায় জড়িত, সেটা জেনে মাথায় আকাশ ভেঙে পড়ে সিংহ রায় পরিবারের। সিংহ রায় পরিবারের কর্তা-গিন্নির হাতে পায়ে ধরে স্বর্ণদ্বীপ। অপরাধের পরেও তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তবে এতদিনের বিশ্বাসটাই যে ভেঙে ফেলেছে সে।

Kestopur Murder Case : কেষ্টপুরে আবাসন থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার, বাড়ছে রহস্য
অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয় ডাকাত দলের দুই ষড়যন্ত্রী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই দলের আরও দুই সহকারী এখনও পলাতক। এমনকি ডাকাতির সমস্ত জিনিস নিয়ে পালিয়েছে তারা। সেক্ষেত্রে ডাকাতির মাল এখনও সম্পূর্ণ উদ্ধার করা যায়নি বলে পুলিশের তরফে জানা গিয়েছে।

৫ লাখ টাকার গয়না নিয়ে চম্পট বানজারা দলের

প্রসঙ্গত, গত ১৮ জুন বাড়িতে একাকী বৃদ্ধের গলার ছুরি ঠেকিয়ে তাঁর হাত ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে। বাড়ির গাড়িচালকের পরিকল্পনাতেই ডাকাতির এই ছক বলে জানা যায়৷ ঘটনায় গাড়ির চালক সহ গ্রেফতার হয় মোট দুইজন৷ বৃদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে একজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version