সুপারমুন বা দানব চাঁদ এবং ব্লু-মুন বা নীল চাঁদের দেখা পাওয়ার মধ্যে অবশ্য খুব অবাক করা কিছু দেখেন না জ্যোতির্বিজ্ঞানীরা। কিন্তু রাতের অন্ধকারে চাঁদকে অন্য দিনের চেয়ে অন্য রকম দেখতে লাগলে চোখ টানে সবারই। তাই সুপারমুন এবং ব্লু-মুন সাধারণ মানুষকে অবাক করে প্রতি বারই।
কাকে বলে সুপারমুন? ব্লু-মুনই বা কী?
বিড়লা তারামণ্ডলের বিজ্ঞান আধিকারিক বিপাশ দাশগুপ্তর ব্যাখ্যা, “পৃথিবীর চার দিকে উপবৃত্তাকার পথে ঘোরার সময়ে চাঁদ কখনও পৃথিবীর খুব কাছে এসে পড়ে। এই সময়ে পৃথিবী ও চাঁদের দূরত্ব তিন লক্ষ ৫৬ হাজার কিলোমিটার থেকে তিন লক্ষ ৭০ হাজার কিলোমিটারের মধ্যে থাকে। এই ঘটনার সময়ে যদি পূর্ণিমা পড়ে, তা হলে চাঁদের গোল চাকতি অন্য পূর্ণিমার তুলনায় বড় দেখতে লাগে। একেই সুপারমুন বলে।”
বিপাশ জানাচ্ছেন, এ বছরের প্রথম সুপারমুন দেখা যাবে ৩ জুলাই। এর পরে ফের ২ অগস্ট এবং ২৯ সেপ্টেম্বর। মানে তিন মাসে তিন বার সুপারমুন দেখার সুযোগ মিলবে। ব্লু-মুনের বিষয়টা আলাদা। নামে ‘ব্লু’ থাকলেও চাঁদের রঙে কোনও পরিবর্তন হয় না।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোনও মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার পূর্ণচন্দ্রকেই ‘ব্লু-মুন’ বলা হয়। এ বছর অগস্টে এমনই ঘটতে চলেছে। ২ অগস্টের পর মাসের দ্বিতীয় পূর্ণিমা হতে চলেছে ৩১ অগস্ট। সে দিনই দেখা যাবে ‘ব্লু-মুন’।