তাপস প্রামাণিক
মদ্যপ গাড়ি চালকদের ধরতে রাতের দিকে এ বার কলকাতার বাইরেও শুরু হবে নাকা চেকিং। জেলা ও মফস্‌সলের দিকেও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চালকদের ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ হবে। গতি রাশে বসবে ‘লেজার বেসড স্পিড রেডার গান’। কেউ বেশি গতিতে গাড়ি চালাচ্ছে কি না, তা জানান দেবে এই যন্ত্র। সেই মতো আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশ এলাকায় চালকদের উপর নজরদারি বাড়াতে ১৫০টি ‘ব্রেথ অ্যালকোহল অ্যানালাইজার’ কেনা হচ্ছে। পাশাপাশি ১৮৫টি ‘স্পিড রেডার গান’ কিনছে রাজ্য পুলিশের ট্র্যাফিক অ্যান্ড রোড সেফটি বিভাগ। প্রতিটি ‘ব্রেথ অ্যানালাইজার’-এর দাম গড়ে সাড়ে ৬ হাজার টাকা। ‘স্পিড রেডার গান’-এর এক ধরনের দাম গড়ে ৪৬ হাজার, অন্য ধরনটির গড়ে ৯০ হাজার টাকা।

Traffic Challan : 40-র উপর বাইকের স্পিড? সাবধান, সোজা ঘরে পৌঁছবে চালান
‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরুর পর কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমেছে। একই পথ ধরলে জেলাতেও দুর্ঘটনায় লাগাম পরানো যাবে বলে মনে করছেন রাজ্য পুলিশের কর্তারা। দুর্ঘটনা রোধে গত ক’বছর ধরেই রাস্তায় গাড়ি থামিয়ে চালকদের পরীক্ষা করেন কলকাতার পুলিশকর্মীরা। মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও উড়ালপুলের উপর ‘লেজার বেসড স্পিড রেডার গান’ও বসেছে।

Kolkata to Bangkok Highway: কলকাতা থেকে গাড়িতেই সরাসরি ব্যাঙ্কক! গল্প নয় সত্যি হবে কয়েক বছরেই
রাতের দিকে বিভিন্ন রাস্তার মোড়ে শুরু হয় নাকা চেকিং। মদ্যপ চালকদের ১০-১২ হাজার টাকা জরিমানা দিতে হয়। সেই ভয়েই অনেকে কলকাতার বদলে জেলা-মফস্‌সলের দিকে পা বাড়াচ্ছিলেন। যার ফলে সেখানকার বার-রেস্তরাঁয় সম্প্রতি ভিড়ও ভালোই হয়। অনেক নতুন বার-রেস্তরাঁ তৈরিও হয়েছে ওই সব জায়গায়। কিন্তু বিপদ তো বলে আসে না। তাই জেলা-মফস্‌সলেও একই রকম সতর্কতার পথ ধরছে পুলিশ।

Traffic Challan : নম্বর প্লেট নিয়ে এই ভুল করলে 10 হাজার টাকা জরিমানা! আপনি করছেন না তো?
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বার মালিকরা। ‘বেঙ্গল হোটেল অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক অচিন্ত্য বসু জানান, ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু হওয়ার পরে কলকাতার বারগুলিতে খদ্দের অর্ধেক হয়ে গিয়েছে। মহানগরের বাইরের বারগুলিই এখন ভালো ব্যবসা করছে। ওই এলাকাতেও ধরপাকড় শুরু হলে বার ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে বলে অচিন্ত্যদের আশঙ্কা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version