Alipurduar News : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন পর্ব শেষ। শেষ হয়ে গিয়েছে মনোনয়ন প্রত্যাহারের পর্বও। এবার সব দলের সব প্রার্থীরা জোরকদমে নেমে পড়েছেন প্রচারে। আর এই প্রচারে বেরিয়েই অভিনব কাণ্ড করে বসলেন আলিপুরদুয়ারের BJP-র জেলা পরিষদ প্রার্থী মিঠু দাস।

প্রথম দিন প্রচারে বেরিয়েই সটান হাজির হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। সেখানে গিয়েই তাঁকে ভোট দেওয়ার আবেদন জানা তিনি। বৃহস্পতিবার দুপুর নাগাদ চাপরের পাড় এলাকায় চন্ডী মন্দিরে পূজা অর্চনা করে ভোটের প্রচার শুরু করেন মিঠু দাস।

West Bengal Election 2023 : প্রচারে হাতিয়ার ‘গ্যাসের মূল্যবৃদ্ধি’! গৃহস্থের হেঁশেলে ঢুকে রান্নায় ব্যস্ত তৃণমূল প্রার্থী
স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করলেন BJP-র জেলা পরিষদ প্রার্থী মিঠু দাস। জানা গিয়েছে, প্রচারে বেরিয়ে এদিন স্থানীয় মানুষদের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মিঠু দাস। এদিন নিজের জুতো হাতে তাঁকে প্রচার করতে লক্ষ্য করা যায় চাপরের পাড় এলাকায়।

জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন রয়েছে জেলার বিভিন্ন এলাকা। ফলে বিভিন্ন পথঘাটের অবস্থা বেহাল। কিন্তু রাস্তার জলকাদা উপেক্ষা করেই প্রচার সারেন মিঠু দাস। এদিন প্রচার চলাকালীন হঠাৎই নিজের দলীয় কর্মীদের নিয়ে চাপরের পাড় এলাকায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে গিয়ে হাজির হন মিঠু।

West Bengal Election 2023 : প্রচারে দেওয়াল লিখনে বাধা! প্রার্থী পদ তুলতে হুমকি, আতঙ্কে ব্যারাকপুরের BJP প্রার্থী
কার্যালয়ে উপস্থিত চাপরের পাড় গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান প্রকাশ রায় সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের কাছে ভোট প্রার্থনা করেন BJP-র জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ প্রার্থী মিঠু দাস। একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের সৌজন্য বিনিময় করেন নেতারা। যদিও দুই দলের নেতাই এই সাক্ষাৎকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই দাবি করছেন।

মিঠু দাস এই বিষয়ে বলেন, “আমি জেলা পরিষদের প্রার্থী। দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে যাওয়া আমার কর্তব্য। নিজের জন্য ভোট চাইতেও গিয়েছি। কেউ আমার সঙ্গে সেখানে খারাপ ব্যবহার করেননি। সবাই হাসি মুখে কথা বলেছেন। আমি সবার কাছে আমাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছি। সবাই আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন। রাজনীতিতে এটাই কাম্য।”

Panchayat Election 2023 : যদি বন্ধু হও, তবে বাড়িয়ে দাও তোমার হাত
পাড় গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান প্রকাশ রায় সরকার বলেন, “মিঠু বাবু আমাদের দলীয় অফিসে এসেছিলেন। আমাদের মধ্যে ভালো কথা হয়েছে। উনি এবার প্রার্থী হয়েছেন। তাই ভোট চাইতে এসেছিলেন। এতে অন্যায়ের কিছুই নেই। আমাদের এই এলাকা বরাবর শান্ত এলাকা। সব দলের মানুষই মিলে মিশে থাকেন। এতে রাজনীতির কিছুই নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version