West Bengal Panchayat Polls : তৃণমূল কংগ্রেসের পর এবার নির্দল কাঁটা BJP-র! আর এই কারণে ভোটে নির্দল কাঁটা সরাতে দলের ৩ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল BJP নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে নব জোয়ার কর্মসূচি থেকে নির্দলদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সত্বেও জেলায় জেলায় দলের প্রার্থীর বিরুদ্ধেই নির্দল হয়ে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীরা। সেই কারণে জেলায় জেলায় চলছে নির্দলদের বহিষ্কারও। এবার নির্দল কাঁটা ঢুকল BJP-র ঘরেও।

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহার না করলে প্রয়োজনে বহিষ্কার, নির্দল সংকটে হুঁশিয়ারি নদিয়া জেলা নেতৃত্বের
দলের নির্দেশ না মেনে নির্দল প্রার্থী দেওয়ার কারণে একাধিক BJP নেতাদের বহিষ্কার করল দল। রবিবার রাতে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দুই নম্বর ব্লকের দক্ষিণ মণ্ডলের BJP-র মণ্ডল সভাপতি বিপ্লব মাল। চন্দ্রকোণার বান্দিপুর – ১ গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি পঙ্কজ ঘোড়ুই, বান্দিপুর – ১ অঞ্চলের কিষান মোর্চার সাধারণ সম্পাদক বিভাস চক্রবর্তী এবং বান্দিপুর ১ নং অঞ্চলের বুথ সভাপতি মনসা দলুই সহ মোট ৩ জন BJP নেতাকে বহিষ্কার করেছে BJP। এই তিন নেতাদের মধ্যে পঙ্কজ ঘোড়ুই ও মনসা দোলুই নিজেরাই নির্দল প্রার্থী হয়েছেন।

WB Panchayat Election : নির্দলদের দলে ঠাঁই নেই, অনুব্রত গড়েও ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল
অপর বহিষ্কৃত নেতা বিভাস চক্রবর্তী তার স্ত্রী কাঞ্জন (রীণা) চক্রবর্তীকে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে, এমনই অভিযোগ। এই বিষয়ে বহিষ্কৃত এক BJP নেতা বিভাস চক্রবর্তী বলেন, “আমি আমার স্ত্রীকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছি”। বহিষ্কার প্রসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এই BJP নেতা বলেন, “দলে আমাদের কোনও গুরুত্ব ছিল না। দল আমাদের গুরুত্ব দেয়নি তাই আমিও দলকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করিনি। অনেক দিনের পুরনো নেতৃত্ব হওয়া সত্বেও মণ্ডল সভাপতি আমাদের দলে কোনও মর্যাদা দেননি। তিনি খালি স্বজনপোষণ করেছেন”।

WB Panchayat Election : ভোটের আগে ফের দলবদল! মহিষাদলে একযোগে বিরোধীদের বিজেপিতে যোগদান
একথা বলে অভিযোগ করেন এই বহিষ্কার হওয়া BJP নেতা। চন্দ্রকোণা দুই নম্বর ব্লকের দক্ষিণ মণ্ডলের BJP-র মণ্ডল সভাপতি বিপ্লব মাল বলেছেন, “এটা দল বিরোধী কাজ। BJP একটি সাংগঠনিক বড় দল। এখানে কোনও ব্যক্তির ইচ্ছেতে কিছু হয়না। জেলা স্তর থেকে যে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে, আমাকে তাতেই অনুমোদন দিতে হয়েছে।

Abhishek Banerjee : মতুয়া বলয়ে কাল অভিষেক, গোঁজ প্রার্থীদের শাস্তি জারি
আর একথা আমি সবার সামনে খোলাখুলি বলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ওই তিন BJP নেতা যে দল বিরোধী কাজ করেছেন, তা মেনে নেওয়া যায় না। তাই দলীয় অনুশাসন নেমে ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version