বর্ষার শুরুতেই দিঘা মোহনায় একের পর এক চমক। মঙ্গলবার দিঘা মোহনায় উঠল ৭০ কেজি ওজনের শংকর মাছ। এই খবর চাউর হওয়ার পরই বিশালাকার শংকর মাছ দেখতে সেখানে উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিশালাকার মাছ দেখতে দিঘা মোহনার মাছ বাজারে ভিড় জমান পর্যটকরা।

বিশালকার শংকর মাছের পাশাপাশি এদিন দিঘা মোহনায় কয়েক লাখ টাকা দামের কই ভোলা মাছও ওঠে। সোমবার কয়েক লাখ টাকার তেলিয়া ভোলা মাছ উঠেছিল দিঘা মোহনায়। মঙ্গলবার উঠল কই ভোলা মাছ। এই মাছ নিয়ে পর্যটকদের আগ্রহের কোনও শেষ নেই। সাধারণত এই ধরনের মাছ খুবই দামি হয়ে থাকে। অনেক পর্যটককে এই মাছ দর করতে দেখা যায়। তেলিয়া ভোলা ও কই ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে।

Hilsa Fish : বজবজ-নোদাখালিতেও জাল উপচে উঠছে ইলিশ, দাম কি এবার মধ্যবিত্তের নাগালে?
সোমবার থেকেই দিঘা সহ উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেড়েছে। রুপোলি শস্য ইলিশের তেমন দেখা না পাওয়া গেলেও কই ভোলা ও বিশালাকার শংকর মাছ ওঠার কারণে স্বাভাবিকভাবেই খুশি মাছ ব্যবসায়ীরা। মৎস্য শিকারের মরসুমের শুরুতে লাভের মুখ দেখছে মৎস্যজীবীরা। ইলশে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে দিঘায়। মৎস্যজীবীরা আশায় রয়েছেন, এবার প্রচুর পরিমাণে ইলিশ উঠবে দিঘার সমুদ্রে। এখন থেকে তাঁরা আশায় রয়েছেন।

Hilsa Fish: বৃষ্টি পড়তেই বাজারে মিলছে ইলিশ! দাম শুনে কিনবেন নাকি?
দিঘার মাছ বাজারে ব্যবসায়ী পঙ্কজ মাইতি বলেন, ‘কই ভোলা খুবই দামি মাছ। লাখ লাখ টাকা কেজি দরে এই মাছ বিক্রি করা হয়। তুলনামূলকভাবে এই মাছ কম ওঠে। সম্প্রতি দিঘা মোহনাতে তেলিয়া ভোলা মাছ উঠেছিল। দুই ধরনের মাছই বিদেশে রফতানি করা হয়। আশা করি, এই মাছের ভালো দর উঠবে।’

অঞ্জন দাস নামে এক পর্যটক বলেন, ‘দিঘা তো ৩৬৫ দিনের গন্তব্য হয়ে গিয়েছে। মাঝেমধ্যেই সময় সুযোগ পেলে দিঘাতে আমরা ছুটি কাটাতে আসি। আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। হাজার ব্যস্ততার মধ্যেও প্রত্যেকদিন নিজের হাতে বাজার করি। সেই কারণে আমি এখানে এসে মাছ দেখার জন্য মোহনায় আসি। এবার মোহনায় এসে এত বড় শংকর মাছ দেখার সুযোগ পাব, কল্পনাও করতে পারিনি।’

Digha Sea : মাঝ সমুদ্রে ভয়েস মেসেজেই পাঠানো যাবে সাহায্যের আর্তি! ট্রলারডুবি ঠেকাতে বিশেষ প্রযুক্তি
পর্যটক অনিন্দিতা সরকার বলেন, ‘দিঘাতে অনেকবার এসেছি আগেও। তবে এই প্রথম দিঘা মোহনার এই মাছ বাজারে এলাম। এসেই যে এত বড় আকারের শংকর মাছ দেখতে পাব, তা ভাবতেও পারি নি। একটি মাছের ওজন ৭০ কেজি হতে পারে, তা ভেবেই অবাক লাগছে। চোখের সামনে মাছটা দেখলাম। এটা সম্পূর্ণ আলাদা ধরনের অনুভূতি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version