এই সময়: দিল্লি থেকে বিজেপিকে হটাতে বিরোধীরা একজোট হতে চাইলেও বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে বলে সোমবারই তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে এই ‘মহাঘোঁট’ ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলায় বিরোধীদের এই ইস্যুতে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন জলপাইগুড়ির মালবাজারে মমতার ভবিষ্যদ্বাণী, অচিরেই বাম-কংগ্রেসের থোঁতা মুখ ভোঁতা হতে চলেছে। তিনি বলেন, ‘সর্বভারতীয় ক্ষেত্রে আমরা জোট করব।

Sitaram Yechury : তৃণমূলের বিরুদ্ধে কড়া ইয়েচুরিও
কিন্তু বাংলায় যেভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি কাজ করছে, একদিন ওদের থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে।’ মানুষকে ভুল বোঝানো এবং মানুষের সঙ্গে প্রতারণা করার জন্যই বাম-কংগ্রেসের এই পরিণতি হবে বলে মমতার অভিমত। তবে বাংলায় বিরোধীরা একজোট হলেও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারবে না বলে এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, ‘গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সর্বত্রই তৃণমূল জিতবে। তৃণমূল ছাড়া আর কে আছে?’

West Bengal Election 2023 : বাম-কংগ্রেস মোটেই নয় তৃণমূল বিরোধী: বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এদিন নদিয়ায় বাম-কংগ্রেসকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষে সওয়াল করে বাংলায় কংগ্রেস এবং সিপিএমের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছেন। অভিষেকের কথায়, ‘বিরোধীরা বলছে, নরেন্দ্র মোদীকে হারাতে সবাই এক হয়ে গিয়েছে।

Mamata Banerjee : আর তো মাত্র ছ’মাস, তারপরেই সাফ হয়ে যাবে বিজেপি: মমতা
আর বাংলায় কী হয়েছে? সিপিএম, কংগ্রেস, বিজেপির জোট হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, একই পোস্টারে পদ্মফুলের সঙ্গে কাস্তে-হাতুড়ি আর হাত চিহ্ন। একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো।’ দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তৃণমূলের আন্তরিকতার কথা উল্লেখ করে অভিষেক বলেন, ‘আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। আর বাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেসের মহাঘোঁট হয়েছে। সিপিএম অনেক অত্যাচার করেছে। ওদের আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর। ওদেরও ভোট দেবেন না।’ তাঁর ব্যাখ্যায়, ‘ওই তিনটি দলই আপদ আর বিপদ। একমাত্র জোড়াফুলই নিরাপদ।’

WB Panchayat Election 2023 : ‘রাজু চুপ থাক, নইলে ছবি হয়ে যাবি…’, হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য, অভিযুক্ত তৃণমূল
সিপিএম অবশ্য মনে করছে, পঞ্চায়েত ভোটের মুখে হতাশা থেকেই মমতা বন্দ্যেোপাধ্যায় এ সব কথা বলছেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘এই তো কিছুদিন আগেই সিপিএমের কোনও গুরুত্ব ছিল না তৃণমূলনেত্রীর কাছে! হঠাৎ কী হলো? দুর্নীতির মামলাগুলি থেকে বাঁচতে বিজেপিকে সাহায্য করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই তৃণমূলের কাছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version