West Bengal Election 2023 : নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে ED তলব করায় রীতিমতো ক্ষোভ জানাতে শুরু করেছেন তৃণমূলের উচ্চপদস্থ নেতা মন্ত্রীরা। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ’ বলে অভিহিত করেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে ED তলব প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘তলব করেছে, তাই যাবে। ওরা তো তলব করেই যাচ্ছে। কিন্তু কি রেজাল্ট হচ্ছে আমরা জানি না। ED এগুলো একেবারেই রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছে’। অর্থাৎ তলবের পর তলব হওয়া, কিন্তু তার কোনও ফলাফল না বেরোনোয় কার্যত ঘুরিয়ে ED-কে কটাক্ষও করেছেন তিনি।

Saugata Roy : সংবিধানের ক্ষমতার বাইরে চলে যাচ্ছেন রাজ্যপাল: সৌগত রায়
এছাড়াও দমদম কেন্দ্রের সাংসদ মুখ্যমন্ত্রীর চোট পাওয়া নিয়ে BJP-র কটাক্ষ প্রসঙ্গে বলেন, ‘যেরকম দুর্ঘটনা হয়েছে তাতে মুখ্যমন্ত্রীর জীবন যেতে পারত। হেলিকপ্টারের সিঁড়ি ছোট ছিল। ঠিকমতো নামতে না পেরে ওনার পায়ে এবং কোমরে আঘাত লেগেছে। এই নিয়ে সবার উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু BJP কতটা নিচে নেমেছে তা বোঝা যায় যে ওনার চোট নিয়েও কটাক্ষ করছে।

Panchayat Election 2023 : ‘তৃণমূল কর্মীরা মানুষের পাশে… BJP হাইকোর্টে!’ আক্রমণ ইন্দ্রনীলের
ওদের তো মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এই বার্তা দেওয়া উচিত। তা না করে ওরা উলটোপালটা কথা বলে যাচ্ছে’। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান প্রসঙ্গে সাংসদ বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদ বুঝবে এই ধরনের স্লোগান দেওয়া উচিত কিনা। তবে রাজ্যপালের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আছে।

Panchayat Election 2023 : বোন অপরূপাকে নিয়েই প্রচারে তৃণমূলের শতরূপা, সৌজন্য বিনিময় সারলেন BJP প্রার্থীর সঙ্গেও
উনি যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্য সরকারকে জিজ্ঞাসা না করে, তাতে বিভ্রান্তি হচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রের ক্ষতি হচ্ছে। সুতরাং রাজ্যপাল এটা বুঝুন যে এটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে’। এদিন সৌগত রায় কথা বলেন দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নিয়েও।

Dilip Ghosh : ‘এটা কি রাজনৈতিক চোট?’ সুকান্ত-সেলিমের পর কটাক্ষ দিলীপের
বলেছেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে কাগজে কলমে বললে হবে না। শাক সবজি সব জিনিসের দাম বাড়ছে। BJP কিছুই করতে পারছে না’। এদিন তৃণমূল সাংসদ পান্ডুয়ায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। তারপর জনসংযোগ করেন। সৌগত রায় বলেন, ‘আমরা দলীয় কর্মীদের বলেছি শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে।

Dilip Ghosh : দিলীপের হাত ধরেই ‘ফুল বদল’ নারায়নগড়ে! তৃণমূল ছেড়ে BJP-তে যোগ ৫০ কর্মীর
নিরপেক্ষ ভোট হবে। পান্ডুয়াতে গ্রাম সভার সব আসনেই আমরা জিতব। এবং অবশ্যই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও জিতব। কর্মীদের বলছি মানুষের কাছে যান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্প আছে, সেগুলো তুলে ধরে মানুষের আশীর্বাদ চান’। জেলায় দলের টিকিট না পেয়ে অনেকেই নির্দল প্রার্থী হয়েছেন।

তাঁদের উদ্দেশ্যে সাংসদ বলেন, ‘পারলে লিফলেট ছাপিয়ে জানিয়ে দিন যে আমরা ভোটে লড়ছি না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যারা দলের বিরুদ্ধে গিয়ে ভোটে লড়বেন তাঁদের পরে আর দলে নেওয়া হবে না’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version