বুধবার শুনানির শুরুতেই কেন্দ্রের তরফে এএসজি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী কোথায়, কী ভাবে দেওয়া হবে–সেই ব্যাপারে পরিকল্পনার কথা বার বার জানার জন্যে চিঠি দেওয়া হলেও কোনও জবাব দেওয়া হয়নি কমিশনের তরফে। কত বুথ, কোথায় কত বাহিনী–কিছু জানতে পারছে না কেন্দ্র। বাহিনীর লজিস্টিক সাপোর্ট, তাদের থাকা-খাওয়া, পরিবহণ নিয়ে নীরব কমিশন ও রাজ্য। কমিশনের আইনজীবী বলেন, কোন জেলায় কত বাহিনী দেওয়া হবে, তা ইতিমধ্যে জানানো হয়েছে।
আদালতের বক্তব্য, কেন্দ্র কিছু সিরিয়াস অভিযোগ তুলেছে। কমিশনের তরফে স্পষ্ট ও জরুরি জবাব দেওয়া প্রয়োজন। কোর্ট কমিশনকে খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দিতে নারাজ। তবে কমিশন এমন কার্যকরী পদক্ষেপ করুক যাতে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ে। কোনও ভাবে চুক্তি-কর্মী, সিভিক ভলান্টিয়ারদের ভোটে যে ব্যবহার করা যাবে না, আগেই বলা হয়েছে।
কমিশনকে এ ব্যাপারেও ফের সতর্ক করে দেয় আদালত। বুথে সিসিটিভি বসানো নিয়ে কমিশনের হলফনামাতেও সন্তুষ্ট নয় আদালত। সোমবার হবে পরবর্তী শুনানি। ওই দিন ফের যে সব নির্দেশ এখনও কার্যকরী হয়নি, সে সব নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের কাছেও কোর্টের আবেদন, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে কমিশনের পাশে দাঁড়িয়ে ভোট শান্তিতে করতে সাহায্য করুন।
কী করে পোলিং অফিসারদের মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার-সহ বিভিন্ন তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাইরে চলে যাচ্ছে, সে নিয়েও এ দিন প্রশ্ন তোলে আদালত। কলকাতা পুলিশ কী করে সিভিক ভলান্টিয়ারদের ভোটের দিন আইনশৃঙ্খলার কাজে লাগানোর জন্যে তৈরি থাকতে বিজ্ঞপ্তি দিচ্ছে–সে প্রশ্নও ওঠে।
কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট আদালতের বক্তব্য, আপনারা এই আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সেখানেও হাইকোর্টের রায়ই বহাল রয়েছে। রাজ্যকে আদালতের পরামর্শ, আপনারা এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন, ৫ দফায় নয়। ফলে আপনাদের তরফে আরও সহযোগিতা প্রয়োজন। কমিশনের প্রতি প্রধান বিচারপতির পরামর্শ, ‘নাগরিকদের ভরসা বাড়ানোই সবচেয়ে দরকার। কিছু করে দেখান। আন্তরিক ভাবে করুন। কী হয়েছে, কী হয়নি ভুলে যান। নতুন করে শুরু করুন।’
আদালতের এই মনোভাবের পরেই অবশ্য বুধবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাহিনীকে পরিকাঠামোগত সাহায্যে জরুরি ভিত্তিতে পদক্ষেপের নির্দেশ দেন। আবার রাজ্য নির্বাচন কমিশনারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সরাসরি যোগাযোগ করে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা করেন।