এই সময়: বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে মঙ্গলবার রাতে যাদবপুরে খোদ তৃণমূল কাউন্সিলারের বাধার মুখে পড়েছিলেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। সূত্রের খবর, এই ঘটনায় ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম বিল্ডিং বিভাগের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন, চিত্তরঞ্জন কলোনিতে যে নির্মাণ হচ্ছে তা যদি নিয়ম মেনে না হয়, সে ক্ষেত্রে আইন মেনেই কাজ করবে পুরসভা।

KMC Tax Online : সংযোজিত এলাকাতেও বাড়ার পথে সম্পত্তিকর
কারও হস্তক্ষেপ মানা হবে না। আগামীদিনে এমন ঘটলে অফিসারদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ফিরহাদ। মেয়রের অফিস থেকে সব কাউন্সিলরাদেরও জানিয়ে দেওয়া হয়েছে, হকার উচ্ছেদ, জলাশয় ভরাট, বেআইনি নির্মাণের ঘটনায় পুর-পদক্ষেপে কেউ যেন হস্তক্ষেপ না করেন। কারও কোনও বক্তব্য থাকলে সরাসরি মেয়র অথবা পুর-কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Kolkata Street Lights : আলোর দাপটে ঘুম শিকেয়! মেয়রকে ফোন ক্ষুব্ধ বাসিন্দার
যাঁর বিরুদ্ধে পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ, সেই তৃণমূল কাউন্সিলার সীমা ঘোষের দাবি, ‘যে নির্মাণ ভাঙতে এসেছিলেন পুরকর্মীরা, তা তৈরি করছেন একজন গরিব মানুষ। সে কারণেই ভাঙার কাজ বন্ধের অনুরোধ করেছিলাম। নির্মাণ ভাঙার আগে নোটিসও দিতে পারত পুরসভা।’ যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিল্ডিং বিভাগ। এক আধিকারিক বলেন, তিনতলা নির্মাণের অনুমোদন দেওয়াই হয়নি। মেয়র এবং পুর-কমিশনার বিনোদ কুমারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version