অয়ন ঘোষাল: নতুন মাসের শুরুতেই ফের একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের হাওড়া ডিভিশনে। লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে শনিবার ও রবিবার এক্গুচ্ছ ট্রেন বাতিল। তাই একাধিক ট্রেনের গতিপথ সংক্ষেপ বা বদল করা হয়েছে। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী ২ দিন।

আরও পড়ুন, Bengal Weather: বৃষ্টি কমে ফের উর্ধ্বমুখী তাপমাত্রা, কবে থেকে ফের বাড়বে দুর্যোগ?

সে কারণেই হাওড়া থেকে বর্ধমান, আরামবাগ, রামপুরহাট, ডানকুনি, গোঘাটের প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে সময়সূচি বদলে গিয়েছে আরও একাধিক লোকাল  ও প্যাসেঞ্জার ট্রেনের। শুধু লোকাল নয় শনি ও রবিবার সময় বদলে যাচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-আরামবাগ লোকাল, রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশ্যাল, হাওড়া রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, বর্ধমান-কাটোয়া লোকালের মতো ট্রেনগুলির।

১ জুলাই শনিবার বাতিলের খাতায় থাকছে- 

রামপুরহাট থেকে – 03094

হাওড়া থেকে –  36823, 36825, 36827, 36829, 37363, 37917, 36033, 36035

বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844

আরামবাগ থেকে- 37364

ব্যান্ডেল থেকে –  37749

কাটোয়া থেকে- 37748, 37924, 03067

আজ়িমগঞ্জ থেকে – 03068

ডানকুনি থেকে – 32230, 32232, 32234, 32236 

চন্দনপুর থেকে – 36034, 36036

২ জুলাই রবিবার বাতিলের খাতায় থাকছে-

হাওড়া থেকে – 36823, 36825, 36827, 36829, 37317, 37373, 37319, 37361, 37363, 37917, 36033, 36035

বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844

তারকেশ্বর থেকে- 37328, 37330, 37332

আরামবাগ থেকে – 37362, 37364

গোঘাট থেকে – 37390

ব্যান্ডেল থেকে – 37749

কাটোয়া থেকে – 37748, 37924, 03095, 03035, 03067

আজ়িমগঞ্জ থেকে- 03096, 03036, 03068

ডানকুনি থেকে – 32232, 32234, 32236

শিয়ালদা থেকে- 32229, 32231, 32233, 32235

চন্দনপুর থেকে – 36034, 36036

আরও পড়ুন, Governor CV Ananda Bose: হিংসাকবলিত কোচবিহারে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version