Panchayat Election in West Bengal : দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়ে এবার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন হাওড়া থেকে তিনি বলেন, ‘রাজ্য পুলিশ এবং শাসকের পক্ষ নিয়ে যা সিদ্ধান্ত নিচ্ছে, তাতে বারবারই কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ছে নির্বাচন কমিশন’। শনিবার হাওড়ার জগৎবল্লভপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে এই কথা বলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতিটা পদক্ষেপ রাজ্যের শাসক দলকে সুযোগ করে দিচ্ছে। কমিশন থেকে শাসক দল কিভাবে সুবিধা পায়! এই বিষয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে’।

Nawsad Siddique Duare Sarkar: জিতলে দুয়ারে সরকারের আদলে দুয়ারে মেম্বার প্রকল্প চালু করবে ISF,ঘোষণা নওশাদের
তিনি এও বলেন, ‘জনগন যেভাবে সচেতন হচ্ছে, মানুষের মনের মধ্যে বিস্ফোরণ হচ্ছে তাতে যদি কেউ ভোট লুট করতে আসে, তাহলে গণতান্ত্রিক উপায়ে তাকে আটকানো হবে। এই নির্বাচনে যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। আমাদের দাবি হয় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক নাহলে নির্বাচনের দফা বৃদ্ধি করা হোক।

WB Panchayat Election : ‘আমাদের ভুল থাকলে ক্ষমা করে দিন…’, ভাঙড়ে অকপট আরাবুল পুত্র
যা আদালতে জানানো আছে’। শাসকের পক্ষ থেকে বিরোধীদের ওপরে আক্রমন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলায় গণতন্ত্র বিপন্ন। যার উত্থান আছে তার পতনও আছে। তবে এক্ষেত্রে পতন কিভাবে হবে সেটাই দেখার’। নওশাদ বলেন, ‘হাওড়া জেলার অনেক জায়গাতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমাদের প্রার্থীদের বাড়িতে এবং আত্মীয়দের বাড়িতেও গিয়েও হুমকি দিয়েছে তৃণমূল। তার মধ্যেও অনেকেই মনোনয়ন জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করানো হয়েছে’।

Nawsad Siddique: ‘ন্যূনতম নিরাপত্তা দেয়নি রাজ্য’, কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে সরব নওশাদ
এদিকে, এদিনই ডোমজুড়ে তৃণমূলের হয়ে প্রচারে আসেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। মাকড়দহ এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন তৃণমূল প্রার্থীদের হয়ে। সায়নী ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে তিনি বলেন, ‘এটা এখন নতুন ট্রেন্ড বা স্ট্র্যাটেজি।
ভুল বা ভুলের প্রশ্রয়কারীদের তৃণমূল কংগ্রেস প্রাধান্য দেয় না। প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার আগে নয়। এখন শুধু তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনও আইনি পদক্ষেপ তো তাঁর বিরুদ্ধে হয়নি। তাই আগে থেকেই কাউকে নিয়ে কিছু ভেবে থাকাটা ভুল’।

Suvendu Adhikari : ‘২০০৭ সালে কী দেখেছিলেন, তার থেকেও বেশি কিছু…’, পুলিশকে দুষে আক্রমণ শুভেন্দুর
পঞ্চায়েত ভোট নিয়ে তিনি বলেন, ‘চারিদিকে শুধুই তৃণমূল। বিরোধীদের হাওড়া জেলায় দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সব জায়গায় এত উন্নয়ন হয়েছে যে মানুষ তৃণমূলকে ছাড়া আর কাউকেই চাইছেন না’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version