Panchayat Election 2023 : এবার গ্রামবাসীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধী জোটের প্রার্থীকে গ্রামে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বীরভূম জেলায় জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা দিলেন গ্রামবাসীরা। আর প্রার্থী চলে যেতেই দেখা গেল তাঁদের তৃণমূল কংগ্রেসের স্লোগান দিতে! এমনই ঘটনা ঘটেছে সিউড়িতে। এতদিন BJP প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার পর এবার বাম কংগ্রেস জোট প্রার্থীকে গ্রামে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেসের দুই নম্বর ব্লকের সভাপতি ও জেলা পরিষদের ২৯ নম্বর আসনের প্রার্থী ইসরাফিল শেখের অভিযোগ, সিউড়ি ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রামে যখন তাঁরা প্রচার করতে যান।

Panchayat Election 2023 : তৃণমূলের হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী! অদ্ভুত দৃশ্য বসিরহাটে
তখনই গ্রামের বেশ কিছু জন তাঁদের রাস্তা আটকায় এবং গ্রামে ঢুকতে বাধা দেয়। আর তারপরেই অশান্তির ভয়ে তড়িঘড়ি গ্রাম ছাড়েন কংগ্রেস প্রার্থী ও তাঁর সমর্থকেরা। তাঁরা গ্রাম থেকে বেরিয়ে যেতেই দেখা যায় ওই গ্রামবাসীদের তৃণমূলের স্লোগান দিতে। যদিও স্লোগান দেওয়া মানুষদের দাবি করেছেন তাঁরা সাধারণ গ্রামবাসী। এই ঘটনায় কংগ্রেস প্রার্থী বলেন, ‘তৃণমূল ভয় পাচ্ছে কারণ যদি ঠিক ভাবে ভোট হয় তাহলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে ওদের। সেই কারণেই সাধারণ গ্রামবাসী সেজে তৃণমূল কর্মীরা আমাদের প্রচারে বাধা দিচ্ছে। কিন্তু যতই যাই করুক, যদি নিরপেক্ষ ভোট হয়, তাহলে ভোটের ফলাফলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না।

West Bengal Election 2023 : BJP কর্মীদের দেওয়াল লিখনে বাধা তৃণমূলের বিরুদ্ধে! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল
কারণ সাধারণ মানুষ তৃণমূলের ওপর ক্ষিপ্ত’। এদিকে বিক্ষোভ দেখানো এক ব্যক্তি বলেন, ‘আমরা কোনও দল করিনা। কিন্তু আমরা এখানে আর কোনও দলকে প্রচার করতে দিচ্ছি না কারণ বিরোধীদের ভোটের সময় ছাড়া আর দেখা যায় না। ভোট পেরোলেই বিরোধী নেতারা হাওয়া হয়ে যান।

Panchayat Election in West Bengal : ‘নো ম্যানস ল্যান্ড’-এ নির্বাচনী প্রচার! ভোট চাইতে কাঁটাতার টপকালেন তৃণমূল প্রার্থী
আমাদের আপদে বিপদে তৃণমূল নেতারাই থাকেন। তাঁদের আমরা সবসময় পাশে পাই। তাই আমরা তৃণমূলকেই ভোট দেব। বিরোধীদের এখানে প্রচারের দরকার নেই’। যদিও কংগ্রেস প্রার্থীর মতে এরা সবাই তৃণমূল কর্মী। স্থানীয় গ্রামবাসী সেজে বাধা দিয়েছে প্রচারে। আর অন্যদিকে বীরভূম জেলা পরিষদের ১১ নম্বর আসনের প্রার্থীকেও এই ভাবেই হুমকি দেওয়া হয় তৃণমূলের তরফে বলে অভিযোগ কংগ্রেসের।

WB Panchayat Election 2023 : CPIM প্রার্থীর হয়ে দেওয়াল লিখছে BJP! পূর্ব মেদিনীপুরে ‘রাম-বাম’ খোঁচা তৃণমূলের
এরপর খবর দেওয়া হয় থানায় এবং পরে পুলিশ এলে পুলিশকে সঙ্গে নিয়ে পুনরায় প্রচার সারেন বাম কংগ্রেসের জোট প্রার্থী। এভাবেই বীরভূম জেলার জায়গায় জায়গায় কংগ্রেস ও বাম প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version