বৃষ্টিপাতের জেরে গত দুই থেকে তিন দিন ফিরেছিল স্বস্তি। কিন্তু, ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়াতে পারে তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গত কয়েকদিন ধরেই নিম্নচাপ এবং মৌসুমী বায়ু এই দুইয়ের প্রভাবে কলকাতায় বৃষ্টিপাত হয়। আর এর জেরে তাপমাত্রাও একধাক্কায় কমেছে অনেকটাই। কিন্তু, ফের কি একবার অস্বস্তিকর আবহাওয়া পাবে শহর কলকাতা? অন্তত হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই।

Kolkata Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে দিনভর বৃষ্টি, বুধবার থেকেই বাংলায় বড় হাওয়া বদল
রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াতে পারে অস্বস্তি।

রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।

West Bengal Rain : কলকাতা সহ জেলায় জেলায় রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস! রাজ্যে হাওয়া বদল কবে?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বর্ষার দেরিতে প্রবেশ এবং উপযুক্ত কোনও নিম্নচাপ তৈরি না হওয়া, এই দুইয়ের জেরে জুন মাসে বঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ছিল। তবে এই মুহূর্তে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। আর এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Kolkata Today Weather : আজও কলকাতা সহ রাজ্যে দিনভর বৃষ্টি, ফের বাড়বে তাপমাত্রা! বড় হাওয়া বদলের পূর্বাভাস
আগামী ৪ থেকে ৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। তবে তাপমাত্রা জনিত অস্বস্তি বাড়তে চলেছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Kolkata Weather Forecast : নিম্নচাপের জেরে সকাল থেকেই অঝোরে বৃষ্টি, কবে হাওয়া বদল?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
নিম্নচাপ অক্ষরেখার দরুণ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

উত্তরবঙ্গে সক্রিয় থাকছে মৌসুমী বায়ু। ফলে সেখানে চলবে বৃষ্টিপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই মেটাবে জুলাই মনে করা হচ্ছে এমনটাই। এই মাসে স্বাভাবিক হবে বৃষ্টিপাত, জানিয়েছে মৌসম ভবন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version