সপ্তাহের শুরুতেই একটানা শান্তির বারিধারায় বঙ্গজীবনে ফিরে ছিল স্বস্তি। পায়ে পায়ে বর্ষা এলেও ইন্দ্রদেবের তেমন আর্শীবাদ দক্ষিণবঙ্গ পায়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সপ্তাহান্তে বাড়ল তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি উত্তপ্ত পুরুলিয়া। মেদিনীপুর, বাঁকুড়া, বোলপুর-শান্তিনিকেতনেও পারদ কম উর্ধ্বমুখী নয়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে আপাতত পুরুলিয়ায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রা। তবে আগামী দুদিন এই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে সাময়িক স্বস্তি মিললেও দিনভর অস্বস্তিকর গরম বজায় থাকবে। এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮০ শতাংশ।

South Bengal Weather Update : আগামী ২ দিন কেমন থাকবে মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির আবহাওয়া? জানুন

শুধু পুরুলিয়া নয়, আগামী মঙ্গলবার পর্যন্ত বর্জ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দুই বর্ধমান সহ কলকাতায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই।

পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ কোচবিহার ও আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি।

Howrah Weather Today: আচমকা গরমের হলকা হাওয়া, সন্ধ্যা হতেই ঝমঝমিয়ে বৃষ্টি হাওড়া সহ এই জেলাগুলিতে

অন্যদিকে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version