তাই যারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় কোনও গুরুত্বপূর্ণ কাজে যেতে চান, তাঁদের হাতে কিছু সময় নিয়ে বেরোনোর অনুরোধ করছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল বিভাগ। এছাড়া সকাল থেকেই শহরে সব গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিকের গতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির গতি শ্লথ হওয়ার কোনও খবর আপাতত নেই।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ যেমন বাড়বে, ঠিক তেমনি গাড়ির গতি কিছুটা ধীরে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের ওই মিছিল ছাড়া আজ সারাদিন আর কোনও বড় রাজনৈতিক সমাবেশ, মিটিং মিছিল নেই শহরে।যদিও সপ্তাহের প্রথম দিনে সারাদিন ট্রাফিক স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা করা হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। কারণ রবিবার ছুটির দিনের পরে সোমবার স্বভাবতই ট্রাফিকের চাপ বাড়ে কলকাতা শহরে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে বৃষ্টির জেরে রাস্তায় বেরিয়ে নাকাল হতে হয়েছিল আমজনতাকে। বৃষ্টির কারণে শহরে থেমে যায় গাড়ির গতি। লেগে যায় যানজট। সেই কারণে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে, অফিস ফেরত যাত্রীদের। কিছু কিছু জায়গায় ব্যাহত হয় ট্রেন চলাচলও।
গত সপ্তাহের মতো না হলেও, চলতি সপ্তাহে কিছুটা বৃষ্টির পূর্বাভাষ রয়েছে শহর কলকাতাতে। সেই কারণে কিছুটা হলেও যানজটের আশঙ্কা থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আর সেই কারণেই প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। বৃষ্টি শুরু হলে সব মানুষকেই হাতে কিছু সময় নিয়ে গন্তব্যস্থলে পৌঁছনোর আবেদন জানাচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুম।