এই সময়: মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পথেই কি সুকান্ত মজুমদার? পঞ্চায়েত স্তরে সুযোগসুবিধা পেতে তৃণমূলের কেউ টাকা চাইলে আমজনতাকে প্রয়োজনে ছবি তুলে পাঠাতে বা চিঠি দিয়ে জানানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেউ ‘দুষ্টুমি’ করলে প্রয়োজনে দু’টো কষানোরও পরামর্শ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁদের দলের নিচুতলার কর্মী-সমর্থকদের উদ্দেশে বললেন, বিজেপি ভোটে জিতলে স্বচ্ছভাবে পঞ্চায়েত চালাবে। বীরভূমের সভা থেকে তাঁর সংযোজন, ‘গরিব মানুষ সরকারি সুবিধা পাবেন। কোনও বিজেপি নেতাকে এক টাকাও দেবেন না তার জন্য। তখন কেউ যদি টাকা চায়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। তার ব্যবস্থা আমি করব। আমরা সচ্ছ প্রশাসন গড়তে চাই।’

Suvendu Adhikari : পঞ্চায়েতে ভোটের প্রচারে বিজেপিতে এগিয়ে শুভেন্দু
গত দু’মাসে একাধিকবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে অভিষেককে একই সুরে দলের নিচুতলার কর্মীদের সতর্ক করতে দেখা গিয়েছে। প্রতিটি জেলাতেই দলীয় জনসভায় তিনি বলেছেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তৃণমূলের কেউ যদি আপনাদের কাছে টাকা চায়, আমাকে জানাবেন। ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ মুখ্যমন্ত্রীও বলেছেন, ‘কেউ টাকা চাইলে, বলবেন দিদিকে বলে দেবো। সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর আছে আমার কাছে।’

Mamata Banerjee : দুষ্টুমি করলে দু’টো চড় মারুন, বার্তা মমতার
এদিন প্রায় একই সংলাপ সুকান্তর মুখে শোনা যাওয়ায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল মনে করছে, সুকান্ত ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন। কারণ, বিজেপি পঞ্চায়েতে কোথাও জিতবে না আর সুকান্তকেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না। জোড়াফুলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘পঞ্চায়েত ভোটে বিজেপির জেতা অনেকটা সোনার পাথরবাটির মতো। তৃণমূল দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর নজির অনেক আছে। বিজেপি দুর্নীতিগ্রস্তদের মাথায় মুকুট পরিয়ে রাখে। তার উদাহরণ হলেন শুভেন্দু অধিকারী।’

ওই নির্বাচনী সভা থেকে সুকান্ত দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে বলেন, ‘তৃণমূল ভোট লুট করতে এলে ডান্ডাপেটা করুন। পুলিশ আপনাকে তারপর ধরে নিয়ে যাবে। একমাসের মধ্যে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।’ তৃণমূলের দাবি, এ কথা বলে বিজেপি রাজ্য সভাপতি সরাসরি হিংসায় উস্কানি দিয়েছেন। এদিন আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version