এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলার আকুনি থেকে একটি নির্বাচনী মিছিল ছিল যৌথভাবে CPIM ও ISF-এর। মিছিলটি বাঁধপুর এলাকায় পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা থেকে মারপিটে জড়িয়ে পড়ে দুপক্ষ। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে।
ঘটনার খবর পেয়ে বাঁধপুর এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে চণ্ডীতলা থানার বিশাল পুলিশ বাহিনী। চণ্ডীতলা-১ এর CPIM-এর এরিয়া কমিটির সদস্য তপন বসু অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম।
তৃণমূলের লোকজন হঠাৎ ইট, পাথর ছোঁড়ার পাশাপাশি লাঠি দিয়ে মারধর করে আমাদের দলীয় কর্মীদের। তাতে ৩ জন গুরুতর আহত হন। আমাদের তরফ থেকে কোনও উসকানি দেওয়া হয়নি। এটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত কাজ। ওরা আসলে আমাদের ভয় পেয়েছে। ভোটে হারার ভয় রয়েছে ওদের’।
যদিও CPIM-এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। চণ্ডীতলা -১ এর তৃণমূল নেতা শেখ হাসেম মোল্লা বলেন, ‘বাঁধপুর এলাকায় আমি দাঁড়িয়ে ছিলাম। ওদের মিছিল থেকে আমাকে চোর চোর বলে তাড়া করে মারধর শুরু করে। তারপর গ্ৰামের লোকজন এসে আমাকে সরিয়ে নিয়ে যায়।
যেহেতু আমি তৃণমূল প্রার্থী তাই আমাকে মারধর করা হয়েছে। CPIM-এর কর্মীদের কেউ মারধর করেনি। যখন আমাকে চোর বলে তাড়া করছিল তখন শুধু কিছু গ্রামবাসী তাঁদের প্রতিরোধ করেন। CPIM বরাবরই এরকম উসকানি মারে’।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ। তবে এখনও কোনও লিখিত অভিযোগ হয়নি বলে পুলিশ জানিয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সোমবার বাঁধপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।