Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল হুগলি জেলার চণ্ডীতলা এলাকা। তৃণমূল নেতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল CPIM ও ISF-এর বিরুদ্ধে। এদিকে, পালটা CPIM ও ISF-এর যৌথ নির্বাচনী মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইট পাথর ছোঁড়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠে চণ্ডীতলার বাঁধপুর এলাকা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। যাদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। রবিবার বিকালে চণ্ডীতলা থানার বাঁধপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

Panchayat Nirbachan Violence : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩
এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ‌ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলার আকুনি থেকে একটি নির্বাচনী মিছিল ছিল যৌথভাবে CPIM ও ISF-এর। মিছিলটি বাঁধপুর এলাকায় পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা থেকে মারপিটে জড়িয়ে পড়ে দুপক্ষ। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে।

Panchayat Poll 2023 : তৃণমূল-আইএসএফের সংঘর্ষে রণক্ষেত্র চন্দ্রকোণা, আহত উভয় পক্ষের ১০
ঘটনার খবর পেয়ে বাঁধপুর এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে চণ্ডীতলা থানার বিশাল পুলিশ বাহিনী। চণ্ডীতলা-১ এর CPIM-এর এরিয়া কমিটির সদস্য তপন বসু অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম।

তৃণমূলের লোকজন হঠাৎ ইট, পাথর ছোঁড়ার পাশাপাশি লাঠি দিয়ে মারধর করে আমাদের দলীয় কর্মীদের। তাতে ৩ জন গুরুতর আহত হন। আমাদের তরফ থেকে কোনও উসকানি দেওয়া হয়নি। এটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত কাজ। ওরা আসলে আমাদের ভয় পেয়েছে। ভোটে হারার ভয় রয়েছে ওদের’।

Suvendu Adhikari : শুভেন্দুকে দেখে ‘চোর চোর’, নয়াগ্রামে বিজেপির মিছিলে তুমুল উত্তেজনা
যদিও CPIM-এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। চণ্ডীতলা -১ এর তৃণমূল নেতা শেখ হাসেম মোল্লা বলেন, ‘বাঁধপুর এলাকায় আমি দাঁড়িয়ে ছিলাম। ওদের মিছিল থেকে আমাকে চোর চোর বলে তাড়া করে মারধর শুরু করে। তারপর গ্ৰামের লোকজন এসে আমাকে সরিয়ে নিয়ে যায়।

Panchayat Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন! ডোমজুড়ে শুরু শাসক বিরোধী তরজা
যেহেতু আমি তৃণমূল প্রার্থী তাই আমাকে মারধর করা হয়েছে। CPIM-এর কর্মীদের কেউ মারধর করেনি। যখন আমাকে চোর বলে তাড়া করছিল তখন শুধু কিছু গ্রামবাসী তাঁদের প্রতিরোধ করেন। CPIM বরাবরই এরকম উসকানি মারে’।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ। তবে এখনও কোনও লিখিত অভিযোগ হয়নি বলে পুলিশ জানিয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সোমবার বাঁধপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version