Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স বা STF ও গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপারা ফাঁড়ির অন্তর্গত লাড়ুখোয়া এলাকায় মহঃ আলম নামে এক ব্যক্তির বাড়িতে যৌথভাবে অভিযান চালায় STF ও গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় মহঃ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয় STF। এই বিষয়ে শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্সের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, ‘এই অভিযান চালিয়ে ৫ টি ৭ এমএম পিস্তল, ৩ টি পাইপগান ও ১৮০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে কি কারনে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ রাখা হয়েছিল, কোথা থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে সমস্তটা খতিয়ে দেখছে এসটিএফের তদন্তকারী অফিসারেরা। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে।’

Panchayat Election Violence : গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! উদ্ধার প্রচুর বোমা-আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৬
এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখার কারনে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানান STF-এর ডিএসপি সুদীপ ভট্টাচার্য। যদিও এই আগ্নেয়াস্ত্র ধরা পড়াকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। কারণ, কিছুদিন আগেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে বড় রাজনৈতিক সংঘর্ষ দেখেছেন জেলাবাসী।

Bomb Recovery : মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার আগেই উদ্ধার তাজা বোমা! আতঙ্ক দুবরাজপুরে
তাতে ব্যবহার করে হয় যথেচ্ছ গুলি ও বোমা। দু’জনের মৃত্যুও হয়। আর তারপরেই ফের এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার জেলার মানুষদের পাশাপাশি জেলার পুলিশ প্রশাসনের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দু’দিন আগেই মালদায় বেশ কিছু বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়।

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তৃণমূলের অঘোষিত দু’নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগের দিন এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে গোটা মালদা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার রাতে ঘটনাটি ঘটে রতুয়া থানার জাননগর এলাকায়।

Tripura Police : রাতের অন্ধকারে ব্যাগে ভরে ১৪ কোটির ড্রাগ পাচার! ত্রিপুরা পুলিশের জালে ২
গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল রতুয়ার ওই এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি অত্যাধুনিক পাইপগান ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version