পঞ্চায়েত নির্বাচনের আবহে একের পর এক আসছে অশান্তির খবর। মনোনয়ন পর্বের শুরু থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রায় রোজই ঘটছে সংঘর্ষ, ও বোমা-গুলি চলার ঘটনা। যদিও তারপরেও রাজ্যে পুলিশের জিডি মনোজ মালব্যের দাবি পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রিত। মঙ্গলবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহারের ডিজিপিদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে প্রশ্নের মুখে এমনটাই জানালেন তিনি।

এদিন বিহার ও ঝাড়খণ্ডের ডিজিপিদের সঙ্গে রিজিওনাল পুলিশ কো-অর্ডনেশন বৈঠক করেন মনোজ মালব্য। পরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বৈঠক খুবই সফল হয়েছে। তিন রাজ্যের সীমান্ত, আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বৈঠকে। সেই সময় পঞ্চায়েতে নির্বাচনের আবহে রাজ্যে ঘটে চলা অশান্তির নিয়ে ডিজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘যথেষ্ট নিয়ন্ত্রিত পরিস্থিতিতে রয়েছে রাজ্য। আমি একদমই মনে করি না যে প্রচুর হিংসা হচ্ছে।’ এক্ষেত্রে ছোটখাট ঘটনাকে বড় করে তুলে ধরা হচ্ছে বলেই কার্যত মনে করেন তিনি। ডিজি বলেন, ‘যেখানে যা ঘটেছে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই নিয়ে ওপর থেকে নির্দেশ রয়েছে। এখানে এমন কোনও ঘটনা ঘটেনি যা আমরা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারনি। পলিশ নিদের কাজ করছে, নির্বাচন ভালভাবেই হবে।’

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version