এই সময়, এগরা: সোশ্যাল মিডিয়ায় দলের জেলা সভাপতির বিরুদ্ধে ১২ লাখ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তুলেছিলেন নির্দল প্রার্থী সুধাংশু জানা। বিষয়টি নজরে আসার পর নির্দল প্রার্থীর বিরুদ্ধে আইনজীবী মারফত ৫ কোটি টাকার মামলার নোটিশ পাঠালেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি।

Panchayat Election 2023 : জেলায় ফের নির্দল কাঁটা! তমলুকে তৃণমূল থেকে বহিষ্কার ৩
এগরা ১ ব্লক তৃণমূল নেতা সুধাংশু জানা এ বার দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে। গত শনিবার দলীয় নির্দেশ না মানায় সুধাংশু জানা, জুমকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উদয়শঙ্কর সর, পঞ্চায়েত সদস্য ঈশিতা দে-কে সাসপেন্ড করে এগরা ব্লক তৃণমূল নেতৃত্ব।

WB Panchayat Election : দেওয়াল দখলে এগিয়ে নির্দল! প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূলের একাংশের প্রচ্ছন্ন মদত? গুঞ্জন হুগলিতে
এরপই সোশ্যাল মিডিয়ায় দলের জেলা সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ তোলেন। এরপরই সুধাংশুর বিরুদ্ধে এগরা থানায় অভিযোগ জানান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি। তিনি বলেন, !’টিকিট না পেয়ে মিথ্যা অভিযোগ করছেন উনি। আমরা পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করি।’ নির্দল প্রার্থী সুধাংশু জানা বলেন, ‘নোটিশ হাতে পাইনি। আইনি বিষয় আইনী ভাবে মোকাবিলা করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version