Panchayat Election 2023 : তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান হল হুগলিতে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পান্ডুয়ার কলবাজারে অভিষেকের সভা শুরুর আগেই অভিষেক একটি ছাদ থেকে কালো পতাকা দেখানো হয়। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

বুধবার হুগলির পান্ডুয়াতে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রোড শো করতে আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হেলিকপটারে করে কালনা থেকে পান্ডুয়ার কোহিনূর রাইস মিল মাঠে নামেন। সেখান থেকে গাড়ি করে পান্ডুয়া কলবাজারে আসেন।

Panchayat Election 2023 : ‘পতাকাই উড়বে, ভোট পাবে না…’, প্রচারে গিয়ে বিরোধীদের কটাক্ষ দেবাংশুর
তার রোড শোয়ের গাড়িতে উঠে ভিতরে বিশ্রাম নেওয়ার সময় জনৈক এক ব্যক্তি হঠাৎ তার গাড়ির পাশের এক দোতলা বাড়ির ছাদ থেকে কালো পতাকা দেখাতে থাকেন। হঠাৎ এই ঘটনায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সকলে হতচকিত হয়ে যান। তৎক্ষনাৎ পুলিশ কর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম আফতাব আলি (৪০)। বাড়ি সরাই তিন্না পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে আফতাব আলিকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় কথায় অসংগতি ধরা পরে।

Panchayat Election 2023 : ‘নিজেকে বাঁচাতে ব্যস্ত! তাই উন্নয়ন চোখে পারছেন না’, অভিষেককে আক্রমণ BJP সাংসদের
এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় পান্ডুয়া জুড়ে। জেলা সিপিএম নেতা রামকৃষ্ণ রায়চৌধুরি বলেন, ‘কোনও ব্যক্তি হয়তো কোন কারণে প্রতিবাদ করেছেন। তার হয়তো পরিচয় জানলে দেখা যাবে, সে তৃণমূল করে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বহিরপ্রকাশ এটা।’

পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, ‘জানতে পারলাম কোন ব্যক্তি কালো পতাকা দেখিয়েছে।’ তাঁর কথায়, পুলিশ জানতে পেরে তাকে আটক করেছে। পরে জানতে পারি তার মা সিপিএম-এর প্রার্থী হয়েছে পঞ্চায়েতে। হিরো হওয়ার জন্য এমন কাজ করেছে। পরে জানতে পারি সে মানসিক ভারসাম্যহীন। আমাদের এখানে কোনও দ্বন্দ্ব নেই বলে তিনি দাবি করেন।

Abhishek Banerjee : ‘সুকান্ত-শুভেন্দু প্রতিযোগিতায় নেমেছে, কে বেশি ঢপ মারবে’, লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে খোঁচা অভিষেকের
হুগলির আগে বুধবার পূর্ব বর্ধমান জেলায় প্রচার সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষ লগ্নে একাধিক জেলায় প্রচার সারছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রচার পর্বে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা থাকলেও জলপাইগুড়ি থেকে ফেরার পথে কপ্টার বিভ্রাটে তিনি চোট পান। এরপর ভার্চুয়ালি বীরভূম জেলায় একটি জনসভায় প্রচারে অংশ নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version