রাজ্য পুলিশ কীভাবে, কোথায় মোতায়েন থাকবে তার ছক প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বুথে ১ জন করে সশস্ত্র কনস্টেবল থাকবেন। প্রতিটি সেক্টরে একজন করে অফিসার পদস্থ পুলিশ থাকবেন।
State Police Deployment PGE 2023 (1)
আর টি মোবাইলের দায়িত্বে থাকবেন একজন অফিসার, একজন কনস্টেবল। এর বাইরেও ফ্লাইং স্কোয়াডে থাকবেন মোট পাঁচজন। তার মধ্যে থাকছে একজন ইন্সপেক্টর, ২ জন সশস্ত্র কনস্টেবল, একজন কনস্টেবল লাঠি হাতে, একজন কনস্টেবল গ্যাস গান হাতে থাকবেন। ভোট পরিচালনার জন্য ডিসিআরসি গুলিতে থাকবে একজন অফিসার, ২ জন সশস্ত্র কনস্টেবল, ২ জন কনস্টেবল লাঠি হাতে প্রস্তুত থাকবেন।
এছাড়াও স্ট্রং রুমের সুরক্ষার দায়িত্বে থাকবেন ২ জন অফিসার এবং আট জন সশস্ত্র কনস্টেবল। তাছাড়া বুথের বাইরে ভোটের লাইন ঠিক করে দেওয়ার জন্য সিভিক ভলান্টিয়ার দায়িত্বে থাকবে। কেন্দ্রীয় বাহিনীর পাশপাশি রাজ্য পুলিশের সমস্ত ব্যবস্থা প্রদান করা হবে সুরক্ষার কথা মাথায় রেখে।
যদিও পঞ্চায়েত নির্বাচনে শুধু রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা তা নিয়ে টানাপোড়েন চলে দীর্ঘদিন ধরে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। পরে আদালতের নির্দেশে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানান হয়। প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এরপর দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি বাহিনী পাওয়া যায়। শেষ পর্যন্ত কমিশনের চাওয়া অনুযায়ী ৮২২ কোম্পানি দিয়ে নির্বাচন সংগঠিত করা হয়।
প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৭৪ হাজার আসনের জন্য ৬১ হাজার ৬৩৬টি বুথে নির্বাচন সংগঠিত হবে। গোটা রাজ্যে ২২ জেলাতেই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলিয়ে সুরক্ষা ব্যবস্থা করা হবে। রাজ্য পুলিশের তরফে থেকে প্রায় ৭০০০০ হাজার পুলিশ মোতায়েন করার কথা রয়েছে। কেন্দ্র থেকে মোট প্রায় ৬৫০০০ হাজার বাহিনী পাঠানো হয়েছে। প্রায় ১৩৫০০০ হাজার বাহিনী দিয়ে গোটা নির্বাচন পরিচালনা করা হচ্ছে।