কেন্দ্রীয় সরকারের চাকরি! মোটা টাকা বেতন! পদেরও বেশ রাশভারী নাম- ট্রেন টিকিট এক্সজামিনার (TTE)। কিন্তু, রেল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে জাল বিছিয়েছে প্রতারকরা। একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে ‘সংগঠিতভাবে’ চলছে এই জালচক্র? ‘কন্ট্রোলরুম’ দিল্লি।

শুধু তাই নয়, এই চক্রের শিকড় কি কলকাতা পর্যন্ত ছড়িয়েছে? জানা গিয়েছে, সম্প্রতি বালিগঞ্জ জিআরপি হাতে নাতে পাকড়াও করে কয়েকজন ভুয়ো টিটিইকে। গ্রেফতার করা হয় তাঁদের। এই জাল চক্রের হোতা কে? খুঁজতে চলছে তদন্ত।

Fake Call Centre In Kolkata : পার্ক স্ট্রিটে কলসেন্টার খুলে অনলাইনে অজ়িদের প্রতারণা!
সূত্রের খবর, কয়েক মাস আগে শিয়ালদার রেল পুলিশ ডিস্ট্রিক্টে গত দুই মাস হাতে ধরা পড়েছিল চার ভুয়ো টিটিই। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। বালিগঞ্জ জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয় রেলের তরফে।

তদন্তে নেমে সামনে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ধৃতরা অন্যরাজ্যের বাসিন্দা। শুধু তাই নয়, টিটিই চাকরির জন্য তাঁদের থেকে মোটা টাকা নেওয়া হয়েছে। অঙ্কটা প্রায় ২০ লাখ। সেই টাকা নেওয়ার পর ওই চক্রের সদস্যরা জানান, তাঁদের কলকাতায় পোস্টিং দেওয়া হয়েছে।

Cyber Crime : পার্ট টাইম সাইবার ক্রাইম! গ্রেফতার ফুড ডেলিভারি বয়
কী ভাবে চলছে এই চক্র?
তদন্তে নেমে একাধিক তথ্য পান গোয়েন্দারা। জানা যায়, চক্রের মূল পান্ডা রয়েছে দিল্লিতে। বিভিন্ন রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে মোটা টাকা নেওয়া হয় তাদের থেকে। আর তাঁদের সঙ্গে যোগাযোগ করত কিছু এজেন্ট।

শুধু তাই নয়, টাকা দেওয়ার পর জাল নিয়োগপত্রও দেওয়া হয় তাঁদের। তদন্তে নেমে বিহারের পিঙ্কি কুমারীর নাম উঠে এসেছিল। সূত্রের খবর, সে এজেন্ট হিসেবে কাজ করত। তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।

Calcutta High Court : দ্রুত শুনানির ব্যবস্থা করতে টাকা! হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় টিটিই চাকরির জন্য দেওয়া হত টোপ। তা দেখে যোগাযোগ করলে আবেদনকারীদের প্রথমে একটি আবেদনপত্র পূরণের কথা বলা হত। এরপর প্রায় ২০ লাখ টাকা কমপক্ষে তাঁদের থেকে দাবি করা হত। শুধু তাই নয়, এই প্রতারণা চক্র চালানোর জন্য ছিল ‘হাইটেক’ টিমও। তৈরি হয় একটি জল ওয়েবসাইটও।

এই ভুয়ো ওয়েবসাইটেই প্রকাশিত করা হত নামের তালিকা। অর্থাৎ ইন্টারভিউ থেকে শুরু করে নিয়োগপত্র, সব ক্ষেত্রেই সুচারুভাবে প্রতারণা জাল বিছিয়ে দেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক প্রার্থী প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version