বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছিলেন তিনি। আবার তাঁরই নির্দেশে গিয়েছিল চাকরিও। আরও একবার চাকরি ফিরে পাওয়ার আশায় কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন ববিতা সরকার। একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন তিনি। বৃহস্পতিবার মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। পরিবর্তে চাকরি পান ববিতা সরকার। কিন্তু, পরবর্তীতে তাঁকেও চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

TET Recruitment : প্রাথমিকে ৩৯২৯ শূন্য পদে নিয়োগ মামলা: পরবর্তী শুনানি ১২ জুলাই
তিনি জানিয়েছিলেন, ববিতার চাকরিতে বহাল থাকা সঠিক হবে না কারণ তাঁর প্রাপ্ত নম্বর সম্পর্কিত সঠিক তথ্য SSC জমা দেয়নি। অনামিকা রায়ের থেকে তিনি দুই নম্বর কম পান।

SSC Recruitment Scam: মন্ত্রীকন্যার পর চাকরি গেল ববিতারও! এবার অনামিকা!

এদিকে ফের একবার চাকরি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। আর এই মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর সিট প্রকাশের ক্ষেত্রে কমিশনের অবস্থান জানতে চায় হাইকোর্ট।

Calcutta High Court : দ্রুত শুনানির ব্যবস্থা করতে টাকা! হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে SSC-র বক্তব্য জানতে চাইলেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

ববিতার আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার করে CBI। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে (প্রতীক্ষিত তালিকায়)।

Calcutta High Court : ‘যে পারছে পুলিশের ঘাড়ে দায় চাপাচ্ছে…’, ক্ষোভপ্রকাশ হাইকোর্টের
ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য সহ প্যানেল প্রকাশ করা হলে কারা, কী ভাবে, কোথায় চাকরি পেয়েছেন তা পরিষ্কার হয়ে যাবে। যদি প্রথম ২০ জনের মধ্যে দুর্নীতির কারণে কেউ চাকরি পেয়ে থাকেন তবে তাঁর ফের শিক্ষিকা হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে প্যানেল প্রকাশের দাবি করেছেন ববিতা।

উল্লেখ্য, ববিতা সরকারকে প্রাপ্ত ১৫ লাখ ৯২ হাজার ৮৪২ টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যে ১১ লাখ টাকা তাঁকে ১৯ মের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। বাদবাকি টাকা ৬ জুনের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছিল।

Suvendu Adhikari : ‘ভিডিয়োতে ST-SC নিয়ে মন্তব্য নেই, তাও মামলা…’, আদালতে সওয়াল শুভেন্দুর আইনজীবীর
প্রসঙ্গত, ২০১৬ সালে SSC পরীক্ষা দিয়েছিলেন ববিতা। তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হওয়ার জন্য আবেদন করেছিলেন। এখন দেখার নতুন করে ববিতার করা মামলার প্রেক্ষিতে জল কতদূর গড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version